দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারত ও চীন সফরের পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রচেষ্টার অংশ হিসেবে ওভাল অফিসে বসার ১০০ দিনের মধ্যেই দেশটিতে সফরের আগ্রহ প্রকাশ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, “নবনির্বাচিত প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর চীন যেতে চান বলে তার উপদেষ্টাদের বলেছেন। তাদের আলোচনার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, চীনা পণ্যে আমদানি শুল্ক আরও বাড়ানোর যে হুমকি নবনির্বাচিত প্রেসিডেন্ট দিয়েছেন তাতে শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। সেই টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক আরও গভীর করতে এই সফর করতে চান তিনি।”
“ট্রাম্পের ঘনিষ্ঠরা বলছেন, তিনি তার সম্ভাব্য ভারত সফর নিয়েও উপদেষ্টাদের সঙ্গে কথা বলেছেন।”
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, গত মাসে ক্রিসমাসের সময়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওয়াশিংটন ডিসি সফরকালে বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনাও হয় বলে জানিয়েছে ঘনিষ্ঠ একটি সূত্র। এই সফর আগামী এপ্রিল বা এই বছরের শেষ দিকে হতে পারে। ট্রাম্প এই বসন্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোয়াউট হাউসে আমন্ত্রণ জানাতে পারেন- এমন সম্ভাবনাও রয়েছে।
শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে দাওয়াত দিতে ট্রাম্পের ফোন করার একদিন পর এ খবর এলো। শি ভাইস প্রেসিডেন্ট হান ঝেংকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার দায়িত্ব দিয়েছেন। এটিই হতে চলেছে প্রথমবারের মতো কোনও শীর্ষস্থানীয় চীনা কর্মকর্তার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে উপস্থিতি। শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অন্য কোনও দেশের এমন শপথ অনুষ্ঠানে অংশ না নিলেও ট্রম্প ফোনালাপে তাকে তার শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। ফোনালাপের পর ট্রাম্প বলেন, শি জিনপিংয়ের সঙ্গে ‘খুব ভালো’ কথা হয়েছে।
নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, “আমি এইমাত্র চীনের চেয়ারম্যান শি জিনপিংয়ের সঙ্গে কথা বললাম।” তিনি আশা করছেন, তারা একত্রে অনেক সমস্যার সমাধান করতে পারবেন এবং অচিরেই এসব কাজ শুরু হবে।
বাণিজ্য, ফেনটানিল, টিকটকসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ফোনালাপকে দুই দেশের জন্য ‘খুব ভালো’ হিসেবে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সোমবার ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ৭৯ বছর বয়সী ট্রাম্প।
রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এনিয়ে দ্বিতীয় বার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে যাচ্ছেন। ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি।
এরপর ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউস ছাড়তে হয়েছিল তাকে।
তবে রণে ভঙ্গ না দেওয়া ধনকুবের ট্রাম্প গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় রিপালিকান প্রার্থী হয়ে ফেরেন। এদফায় তিনি হারিয়ে দেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে, যিনি বাইডেনের সঙ্গে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব রয়েছেন।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া