শেষ হলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের উৎসবে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হয়েছে ফ্রান্সের চলচ্চিত্র কুমভা, সেরা নির্মাতা হয়েছেন অগাস্টিনা স্যানচেজ গ্যাভিয়ার।
সমাপনী অনুষ্ঠানের শুরু হয় জলতরঙ্গ নৃত্যদলের অসাধারণ নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে। উৎসবের শেষ চলচ্চিত্রটি হিসেবে প্রদর্শিত হয় ইকবাল এইচ চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘বলী’।
১০টি ভিন্ন ভিন্ন বিভাগে ৭৫টি দেশের ২০৩টি চলচ্চিত্র নিয়ে ঢাকার ৫ টি ভেন্যুতে ৯ দিনব্যাপী আয়োজিত এই উৎসবে সরাসরি অংশ নেন ৪৪ জন ভিনদেশী প্রতিনিধি।
চীন ও বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের উদযাপন লক্ষ্যে এবার উৎসবের ওয়াইড অ্যাঙ্গেল সেকশনটি চীনা চলচ্চিত্রের জন্য উৎসর্গ করা হয়। এর পাশাপাশি জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন করিডরে চীনা চলচ্চিত্র পোস্টার প্রদর্শনীর বিশেষ আয়োজন করা হয়।
এছাড়া, দুই দিন ব্যাপী একাদশ সিনেমায় নারী শীর্ষক সম্মেলন ছিল উৎসবের একটি বিশেষ আকর্ষণ। উৎসবের ২৩ তম আসরে এবার তৃতীয় বারের মতো আয়োজন করা হয় মাস্টার ক্লাসের। বাংলাদেশসহ সার্বিয়া, চীন, এবং নরওয়ের চলচ্চিত্র বোদ্ধারা মাস্টার ক্লাস পরিচালনা করেন বাংলাদেশি চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরুর তত্ত্বাবধানে।
এছাড়া এবার প্রখ্যাত রাশিয়ান চলচ্চিত্র পরিচালক আলেক্সেই ফেদোরচেনকোর ‘রেট্রোস্পেকটিভ’ (চলচ্চিত্র নির্মাণের যাত্রা) আয়োজন করা হয়।
রোববার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
মঞ্চে তিনি তার বক্তব্যে বলেন, “আমাদের কোন নির্দিষ্ট ভেনু নেই, যথাযথ ফিল্ম প্রজেকশন সিস্টেম, সাউন্ড সিস্টেম, এবং আমাদের ফিল্মমেকারও নেই সেরা পুরস্কারটি গ্রহণ করার মতো যা আপনারা দেখলেন। সত্যিকার অর্থে একটা ভালো চলচ্চিত্র উৎসবের জন্য একটা সত্যিকার ইকোসিস্টেম প্রয়োজন। যেটা গত ৩৪ বছরে করা সম্ভব হয়নি। এখন আমি দায়িত্বে এসেছি, আমি অন্তত প্রসেসটা শুরু করে যেতে চাই। একটা ভালো ফিল্ম ফেস্টিভালের জন্য সারাবছর ধরে যেন উৎসব পরিচালনা করা যায় তেমন কিছু পারমানেন্ট ভেন্যু সঠিক সাউন্ড সিস্টেমসহ আমাদের তৈরি করতে হবে।”
“পাশাপাশি সরকারি উদ্যোগেও একটি ফ্ল্যাগশিপ চলচ্চিত্র উৎসব আয়োজন করবো আমরা। সরকারি বাজেটও যেন বরাদ্দ করা হয় উৎসবগুলোর জন্য সেদিকেও নজর দিবো, যাতে রেইনবো ফিল্ম ফেস্টিভাল ছাড়াও অন্যান্য উৎসবগুলোও আয়োজনে উদ্যোক্তারা অনুপ্রাণিত হয়। আমরা প্রক্রিয়াটা খুব দ্রুত শুরু করবো, কিন্তু জানিনা এটা কবে বাস্তবায়িত হবে, কেননা আমাদের হাতে সময় খুব সংক্ষিপ্ত। আমরা আশা করবো, যে গণতান্ত্রিক সরকারই সামনে আসুক দারুণ একটি চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্য যথাযথ পরিবেশ তৈরি করবে।”
সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।
অনুষ্ঠানে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী চলচ্চিত্রগুলোর নাম।
পুরস্কারের তালিকা
চিলড্রেন ফিল্ম সেকশন: বাদল রহমান অ্যাওয়ার্ড
মাইকেল লুকাসেভস্কি পরিচালিত রাশিয়ান সিনেমা ‘হোয়্যার দ্য হোয়াইট ক্রেইনস ড্যান্স’।
স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড: জোসেলিটো অলটারেজোস নির্মিত ফিলিপাইনস এর সিনেমা ‘দ্য গার্ডিয়ান অব অনার’।
সেরা অডিয়েন্স অ্যাওয়ার্ড: সৃজিত মুখার্জী পরিচালিত ভারতীয় সিনেমা ‘পদাতিক’।
উইমেন ফিল্মমেকার সেকশন: স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড
ক্লাভডিয়া কর্সুনোভা পরিচালিত ‘মলডোভা’ এবং রাশিয়ার যৌথ প্রযোজনার সিনেমা ‘নট কাস্ট এনি ডে’।
সেরা শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড: মারিয়া বোভেবা নির্মিত বুলগেরিয়ার সিনেমা ‘স্কারলেট’।
সেরা ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড: সারাহ মালেগাল নির্মিত ফ্রান্সের সিনেমা ‘কুম্ভা, হুইচ কামস ফ্রম সাইলেন্স’।
বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড: ‘আওয়ার ওন শ্যাডো’, পরিচালক- অগাস্টিনা সানচেজ গাভিয়ের। এটি আর্জেন্টিনা ও জার্মানির যৌথ প্রযোজিত সিনেমা।
স্পিরিচুয়াল ফিল্ম সেকশনের বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড: লুই ক্যাম্পোস পরিচালিত পর্তুগিজ সিনেমা মন্টে ক্লেরিগো।
স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড: অভিলাশ শর্মা নির্মিত ভারতীয় সিনেমা ‘ইন দ্য নেইম অব ফায়ার’।
বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড: ইভান সসনিন পরিচালিত রাশিয়ান সিনেমা ‘দ্য এলিয়েন’।
বাংলাদেশ প্যানোরামার ট্যালেন্ট সেকশন
সেকেন্ড রানার আপ: মোবারক হোসাইন নির্মিত প্রতীক ভিটা
ফার্স্ট রানার আপ: আসিফ ইউ হামিদ পরিচালিত ফুলেরা পোশাক পরে না।
ফিপ্রেস্কি সেকশন
বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড: মুন মুনতাকা নির্মিত অ্যা লেজি মুন
বেস্ট ফুল লেন্থ অ্যাওয়ার্ড শঙ্খ দাসগুপ্ত পরিচালিত প্রিয় মালতী
এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশন
বেস্ট স্ক্রিপ্টরাইটার অ্যাওয়ার্ড: তাকাতো নিসি ও নরিকো ইউয়াসা পরিচালিত জাপানিজ সিনেমা পারফর্মিং কাউরুস ফিউনেরাল।
বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড: ডিলাস্ট ক্যানান (চলচ্চিত্র: হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়েলো। পরিচালক- মেহমেট আলি কোনার।
বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড
ডিমান জানদি অভিনীত ইরানী এবং তাজিকিস্তান প্রযোজিত সিনেমা মেলোডি’র জন্য। সিনেমার পরিচালক ছিলেন বেহরৌজ সেব্ট রাসৌল।
বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড
রায়ান সারলাক অভিনীত ইরানি সিনেমা ‘সামার টাইম’। সিনেমাটি পরিচালনা করেন বিখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক এবং সিনেমাটোগ্রাফার মাহমৌদ কালার।
বেস্ট ডিরেক্টর স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড: মাহমৌদ কালার, (সামার টাইম)।
বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড: চীনা চলচ্চিত্র পরিচালক (হান্ড্রেড ইয়ার্ডস) এর জন্য।
এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশন (বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড) শোকির কোলিকভ পরিচালিত উজবেকিস্তানি সিনেমা সানডে।