সারাদেশে পল্লী বিদ্যুতের গ্রাহকরা এখন তাদের বিল পরিশোধ করতে পারবেন বিকাশ পে বিল সেবার মাধ্যমে। গ্রাহককে ডিজিটাল বিল পরিশোধে আরও আগ্রহী করতে ক্যাশব্যাক অফারও দিচ্ছে বিকাশ।
আগে প্রত্যন্ত অঞ্চলে পল্লী বিদ্যুতের বিল দিতে সংশ্লিষ্ট সমিতির অফিসে কিংবা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে দিতে হতো। গ্রাহকরা এখন ঘরে বসেই যেকোনও পল্লী বিদ্যুৎ সমিতির বিল তাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে পরিশোধ করতে পারবেন।
এক বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, গ্রাহককে ডিজিটাল বিল পেমেন্টে আরও আগ্রহী করতে ক্যাশব্যাক অফার দিচ্ছে বিকাশ। যেকোনও গ্রাহক প্রথমবার বিকাশে ৫০০ টাকা বা বেশি পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করলেই পাবেন ২০ টাকা ক্যাশব্যাক। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বিকাশ অ্যাপ বা *২৪৭# ডায়াল করে অফারটি উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক একবারই এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। বিকাশ বিল পে দিয়ে শুধু নিজের নয় অন্যদের বিদ্যুৎ বিলও পরিশোধ করা যাবে যেকোনও জায়গা থেকে।
বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল পরিশোধে গ্রাহকের পাশাপাশি বিল গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর খরচ সাশ্রয় ও স্বচ্ছতা এনেছে বলে মনে করছে এই ব্যবসা প্রতিষ্ঠানটি।
এই সেবার আরও সুবিধার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকরা এখন যেকোনও সময় তাদের বিল চেক করতে পারবেন, বিল পরিশোধের ডিজিটাল রিসিট সংরক্ষণ করতে পারবেন।
আবার বিকাশ অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে টাকা এনে তাৎক্ষণিকও বিল পরিশোধ করা যাবে। গ্রাহকরা চাইলে সারাদেশে ছড়িয়ে থাকা বিকাশের যেকোনও এজেন্ট পয়েন্ট থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
এছাড়া পোস্টপেইড বা প্রিপেইড বিলের ক্ষেত্রে গ্রাহকের তথ্য সেভ করে রাখা যাবে বিকাশ অ্যাপে, তাই প্রতি মাসে বিল পরিশোধের জন্য আলাদা করে বিল নম্বর টাইপ করার প্রয়োজন পড়বে না।
পরিশোধ করা সব বিলের হিসাব দেখাতে বিকাশ অ্যাপে থাকবে ‘পে বিল বিবরণী’ আইকন। এতে গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে যত ধরনের বিল পরিশোধ করেছেন তার সব বিবরণী একটি গ্রাফিক্সের মাধ্যমে দেখতে পারবেন বিকাশ অ্যাপে।
এমনকি কোন মাসে কেমন খরচ হলো সেই তুলনাও বুঝতে পারবেন এক নজরেই।