সরাসরি মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরটা ছিল অগ্নিপরীক্ষা। এই সফরে নিগার সুলতানার দলকে ৩ ওয়ানডে থেকে পেতে হবে অন্তত ৩ পয়েন্ট। কিন্তু সেন্ট কিটসে প্রথম ওয়ানডেতে ৯ উইকেটে হেরে সরাসরি বিশ্বকাপের পথটা কঠিন হল বাংলাদেশের।
২০২৫ সালে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলতে শেষ দুই ম্যাচের দুটি জিততে হবে বাংলাদেশকে। কিংবা আশা করতে হবে এক ম্যাচ জিতলে অপর ম্যাচটা যেন বৃষ্টিতে পণ্ড হয়।
বিশ্বকাপে স্বাগতিক ভারত ছাড়া নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ পাঁচটি দল সরাসরি খেলবে। বাংলাদেশ এখন ১৯ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে আছে। ২১ পয়েন্ট নিয়ে ৫-এ নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ওয়ানডে বুধবার।
সেন্ট কিটসে শুরুতে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে কেবল ১৯৮ রানই করতে পেরেছিল বাংলাদেশ। শারমিন আকতার ৭০ বলে ৪২ আর মুরশিদা খাতুন ৫৩ বলে করেন ৪০ রান। ডিয়ান্ড্রা ডটিন নেন ৩ উইকেট।
জবাবে দুই ওপেনার হিলি ম্যাথুস ও কিয়ানা জোসেপের ১৬৩ রানের জুটিতে সহজ জয় পায় স্বাগতিকরা। কিয়ানা ৭০ করে ফিরলেও অধিনায়ক হিলি ম্যাথুস করেন সেঞ্চুরি। ৯৩ বলে ১৬ বাউন্ডারিতে অপরাজিত ১০৪ করে ম্যাচ সেরা হন তিনিই। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিতে যায় ১০৯ বল বাকি থাকতেই।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ১৯৮/৯ (শারমিন ৪২, মুরশিদা ৪০, ডটিন ৩/৪০) ; ওয়েস্ট ইন্ডিজ: ৩১.৪ ওভারে ২০২/১ (ম্যাথুস ১০৪*, জোসেপ ৭০; রাবেয়া ১/৩৮) ; ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।