বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন হামজা চৌধুরী। বিষয়টা গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফিফা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টারের ফুটবলারকে আগামী ২৫ মার্চ হয়তো দেখাও যেতে পারে ভারতের বিপক্ষে ম্যাচে। এশিয়ান কাপের বাছাইপর্বের ওই ম্যাচটি ভারতের শিলংয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বের অন্যতম সেরা প্রিমিয়ার লিগে খেলা তারকাকে পাওয়াটা দারুণ ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। বাফুফে ভবনে সোমবার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “হামজার মতো ফুটবলার যখন এই দেশে খেলবে, সেটা আমার মনে হয় একটা দারুণ খবরই হবে। শুধু যে দলটারই উন্নতি হবে তা নয়, আমি নিশ্চিত আন্তর্জাতিকভাবে অনেক দেশ এখন বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে।”
এর আগে জামাল ভূঁইয়া তারিক কাজীদের মতো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা লাল সবুজের প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু হামজার মতো এত বড় মাপের তারকা আসেননি। সেটাই বাংলাদেশ জন্য অনেক বড় পাওয়া বলছেন কাবরেরা। এরই মধ্যে হামজার সঙ্গে বেশ কয়েকবার কথাও হয়েছে কাবরেরার। হামজাকে পেয়ে যে উচ্ছ্বসিত এই স্প্যানিশ কোচ সেটা বললেন নিজেই , “জাতীয় দলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম ফুটবলার সে। তার সঙ্গে যেসব মিটিং ও কথাবার্তা হয়েছে তাতে আমি খুব খুশি। খুবই স্পষ্ট করে সত্যি কথায় বলতে চাই, শুরু থেকে আমার পক্ষ থেকে ওর জন্য সব রকমের সহযোগিতা থাকবে। আমি বিশ্বাস করি তাবিথ আউয়াল ও তার ব্যবস্থাপনা কমিটির জন্য একটা ভালো কিছুই হতে যাচ্ছে।”