Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

ব্যবসায়ী হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে

মোস্তফা জালাল মহিউদ্দিন
মোস্তফা জালাল মহিউদ্দিন
[publishpress_authors_box]

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে পাঁচ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

সোমবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জশিতা ইসলামের আদালত সাবেক এই এমপিকে রিমান্ডে নেওয়ার আদেশ দেয়। 

এদিন বিকেলে তাকে আদালতে হাজির করে ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞেসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা। দুই পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

এর আগে ভোরে মোস্তফা জালাল মহিউদ্দিনকে ঢাকার মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে ঢাকার নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মোস্তফা জালাল মহিউদ্দিন ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮১-১৯৮৩ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত