নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগ এখন জমজমাট। পিএসজি, ম্যানচেস্টার সিটির মত দল যখন বাদ পড়ার শঙ্কায়, তখন সেরা আটে আছে ব্রেস্ত, লিলের মতো ‘পুঁচকে’ ক্লাব। ইউরোপের কনকনে শীতে উত্তাপ ছড়াতে আজ (মঙ্গলবার) আবারও ফিরছে চ্যাম্পিয়নস লিগ।
৩৬ দলের টুর্নামেন্টে নকআউটে খেলবে ১৬ দল। সেই সুযোগ থাকছে সেরা ২৪ দলের। এর ৮টি সরাসরি, আর ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো খেলবে প্লে-অফ। প্লে-অফ এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে লিভারপুল ও বার্সেলোনা। আজ নিজেদের ম্যাচ জিতলে তারা নিশ্চিত করে ফেলবে সেরা আটও।
আজকের ম্যাচ
আতলেতিকো : লেভারকুসেন
বেনফিকা : বার্সেলোনা
লিভারপুল : লিল
মোনাকো : অ্যাস্টন ভিলা
লিভারপুল আজ অ্যানফিল্ডে আতিথ্য দিবে লিলকে। ৬ ম্যাচের ৬টিই জিতে লিভারপুল আছে এক নম্বরে। আর ১৩ পয়েন্ট নিয়ে লিল আছে আট নম্বরে।
১৫ পয়েন্ট পাওয়া বার্সেলোনা খেলবে বেনফিকার মাঠে। ২০২১ সালে বেনফিকার মাঠ থেকে ৩ গোলে হেরে এসেছিল বার্সা। তাই লা লিগায় সবশেষ আট ম্যাচের কেবল একটি জেতা হান্সি ফ্লিকের দলের জন্য চ্যালেঞ্জটা সহজ নয়।
১১ নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হবে লেভারকুসেনের। ম্যাচটা জিতলে চারে উঠে আসতে পারে আতলেতিকো। অবশ্য টানা ১৫ জয়ের পর লা লিগার সবশেষ ম্যাচে হেরে গেছে তারা।
নকআউটের সম্ভাবনা আছে ১৯৮২ সালে ইউরোপিয়ান কাপজয়ী অ্যাস্টন ভিলারও। এজন্য আজ মোনাকোকে হারাতে হবে তাদের।
৩৬ দলের পয়েন্ট
নম্বর | দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
১ | লিভারপুল | ৬ | ৬ | ০ | ০ | ১৩/১ | ১৮ |
২ | বার্সেলোনা | ৬ | ৫ | ০ | ১ | ২১/৭ | ১৫ |
৩ | আর্সেনাল | ৬ | ৪ | ১ | ১ | ১১/২ | ১৩ |
৪ | লেভারকুসেন | ৬ | ৪ | ১ | ১ | ১২/৫ | ১৩ |
৫ | অ্যাস্টন ভিলা | ৬ | ৪ | ১ | ১ | ৯/৩ | ১৩ |
৬ | ইন্টার | ৬ | ৪ | ১ | ১ | ৭/১ | ১৩ |
৭ | ব্রেস্ত | ৬ | ৪ | ১ | ১ | ১০/৬ | ১৩ |
৮ | লিল | ৬ | ৪ | ১ | ১ | ১০/৭ | ১৩ |
৯ | ডর্টমুন্ড | ৬ | ৪ | ০ | ২ | ১৮/৯ | ১২ |
১০ | বায়ার্ন | ৬ | ৪ | ০ | ২ | ১৭/৮ | ১২ |
১১ | আতলেতিকো | ৬ | ৪ | ০ | ২ | ১৪/১০ | ১২ |
১২ | এসি মিলান | ৬ | ৪ | ০ | ২ | ১২/৯ | ১২ |
১৩ | আতালান্তা | ৬ | ৩ | ২ | ১ | ১৩/৪ | ১১ |
১৪ | জুভেন্টাস | ৬ | ৩ | ২ | ১ | ৯/৫ | ১১ |
১৫ | বেনফিকা | ৬ | ৩ | ১ | ২ | ১০/৭ | ১০ |
১৬ | মোনাকো | ৬ | ৩ | ১ | ২ | ১২/১০ | ১০ |
১৭ | স্পোর্তিং সিপি | ৬ | ৩ | ১ | ২ | ১১/৯ | ১০ |
১৮ | ফেইনুর্ড | ৬ | ৩ | ১ | ২ | ১৪/১৫ | ১০ |
১৯ | ক্লাব ব্রুগা | ৬ | ৩ | ১ | ২ | ৬/৮ | ১০ |
২০ | রিয়াল মাদ্রিদ | ৬ | ৩ | ০ | ৩ | ১২/১১ | ৯ |
২১ | সেল্টিক | ৬ | ২ | ৩ | ১ | ১০/১০ | ৯ |
২২ | ম্যানচেস্টার সিটি | ৬ | ২ | ২ | ২ | ১৩/৯ | ৮ |
২৩ | পিএসভি | ৬ | ২ | ২ | ২ | ১০/৮ | ৮ |
২৪ | দিনামো জাগরেব | ৬ | ২ | ২ | ২ | ১০/১৫ | ৮ |
২৫ | পিএসজি | ৬ | ২ | ১ | ৩ | ৬/৬ | ৭ |
২৬ | স্টুটগার্ট | ৬ | ২ | ১ | ৩ | ৯/১২ | ৭ |
২৭ | শাখতার | ৬ | ১ | ১ | ৪ | ৫/১৩ | ৪ |
২৮ | স্পার্তা প্রাগ | ৬ | ১ | ১ | ৪ | ৭/১৮ | ৪ |
২৯ | স্টুর্ম গ্রাৎস | ৬ | ১ | ০ | ৫ | ৪/৯ | ৩ |
৩০ | জিরোনা | ৬ | ১ | ০ | ৫ | ৪/১০ | ৩ |
৩১ | রেড স্টার | ৬ | ১ | ০ | ৫ | ১০/১৯ | ৩ |
৩২ | সালজবুর্গ | ৬ | ১ | ০ | ৫ | ৩/১৮ | ৩ |
৩৩ | বোলোনিয়া | ৬ | ০ | ২ | ৪ | ১/৭ | ২ |
৩৪ | লাইপজিগ | ৬ | ০ | ০ | ৬ | ৬/১৩ | ০ |
৩৫ | ব্রাতিস্লাভা | ৬ | ০ | ০ | ৬ | ৫/২১ | ০ |
৩৬ | ইয়াং বয়েজ | ৬ | ০ | ০ | ৬ | ৩/২২ | ০ |