Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

ট্রাম্পের প্রত্যাবর্তন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নেন রিপাবলিকান পার্টির বর্ষীয়ান নেতা ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে দ্বিতীয়বার দেশটির ক্ষমতায় বসলেন তিনি।
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নেন রিপাবলিকান পার্টির বর্ষীয়ান নেতা ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে দ্বিতীয়বার দেশটির ক্ষমতায় বসলেন তিনি।
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস ভবনের একটি কক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস।   
শপথবাক্য পড়ার পর আগত অতিথিদের উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পের উদ্বোধনী ভাষণ শুনছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।       
ভাষণের সময় সামনের সারিতে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেইসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ, অ্যামাজনের নির্বাহী চেয়ারম্যান জেফ বেজোস, গুগলের সিইও সুন্দর পিচাই ও টেসলার সিইও ইলন মাস্ক।   
অতিথিদের মধ্যে ছিলেন টিকটকের সিইও শাও জি চিউ ও ডোনাল্ড ট্রাম্পের মনোনীত যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড।   
অনুষ্ঠানে অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে কথা বলছেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ও তার স্ত্রী লারা ট্রাম্প।  
অভিষেক অনুষ্ঠানের শেষ পর্বে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে গানের তালে তালে নাচেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।  
অনুষ্ঠানের একপর্যায়ে স্টেজে উঠে ধনকুবের ইলন মাস্কের উল্লাস।       

আরও পড়ুন