বায়ু বিশুদ্ধকারী সরঞ্জাম এয়ার পিউরিফায়ার আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ও অগ্রিম কর পুরোটা প্রত্যাহার করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া ১৫ শতাংশ ছাড় দিয়ে আমদানিশুল্ক নামিয়ে আনা হয়েছে মাত্র ১০ শতাংশে।
যন্ত্রটি আমদানিতে সবমিলে ২৭ দশমিক ১ শতাংশ কর ও শুল্ক কমানো হয়েছে। ফলে এখন থেকে এই যন্ত্রটি ৩১ দশমিক ৫ শতাংশ শুল্ক ও কর দিয়ে আমদানি করা যাবে।
মঙ্গলবার এনবিআরের জারি করা এক প্রজ্ঞাপনে যন্ত্রটির ওপর এই কর ছাড় ও প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।
বর্তমানে এয়ার পিউরিফায়ার আমদানির জন্য ২৫ শতাংশ আমদানি শুল্ক, ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক ও ৫ শতাংশ অগ্রিম করসহ মোট ৫৮ দশমিক ৬০ শতাংশ বিভিন্ন ধরনের কর ও শুল্ক দিতে হয়।
এনবিআর জানায়, বর্তমানে বিশ্বে বায়ু দূষণে শীর্ষে থাকা শহরের তালিকায় ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহরের নাম রয়েছে। এ দূষণের ফলে দেশের সর্বসাধারণের জনস্বাস্থ্য ও ব্যাপক আর্থ সামাজিক ক্ষতি হচ্ছে।
এমন বাস্তবতায় পরিস্থিতি মোকাবিলায় কার্যকর বায়ু দূষণ নিয়ন্ত্রণের সরঞ্জাম সহজলভ্য করতে এয়ার পিউরিফায়ার আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক হ্রাস এবং রেগুলেটরি শুল্ক ও আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।
এখন থেকে প্রতিটি এয়ার পিউরিফায়ার আমদানির খরচ প্রকারভেদে দেড় হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত কমবে এবং সহজলভ্য হবে। আর এর বহুল ব্যবহার বায়ু দূষণের বিরূপ প্রভাব প্রতিরোধে কিছুটা হলেও সহায়ক হবে বলে মনে করছে এনবিআর।