Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডে

সফরসঙ্গীদের নিয়ে সুইজারল্যান্ডে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি : প্রেস উইং
সফরসঙ্গীদের নিয়ে সুইজারল্যান্ডে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস। ছবি : প্রেস উইং
[publishpress_authors_box]

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বরাত দিয়ে বাসস এ তথ্য জানিয়েছে।

জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন, চলবে আগামী শুক্রবার পর্যন্ত।

সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও প্রধান উপদেষ্টা ফোরামের সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস, বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। 

এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড ছাড়াও কয়েকটি সংস্থা প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান ও উদ্যোক্তাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে।

সফরসূচী অনুযায়ী আগামী শুক্রবার দাভোস থেকে ঢাকার পথে রওনা উদ্দেশে রওনা দেওয়া কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত