Beta
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

বিনামূল্যের ১০ হাজার বই জব্দ, আটক ২

আটক সিরাজুল ইসলাম উজ্জ্বল ও দেলোয়ার হোসেন।
আটক সিরাজুল ইসলাম উজ্জ্বল ও দেলোয়ার হোসেন।
[publishpress_authors_box]

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের ১০ হাজার বই জব্দ করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বুধবার গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে দুটি ট্রাকে এসব বই পায়। অভিযানে এসব বই বিক্রি ও মজুদ চক্রের দুইজনকে আটক করা হয়।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম থেকে দশম শ্রেণির বিনামূল্যে বিতরণের সরকারি বই বিক্রির জন্য মজুদ করেছে- এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকালে সাঁড়াশি অভিযান চালানো হয়।

অভিযানে প্রথম থেকে নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের প্রায় ১০ হাজার বই জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য আট লাখ টাকা। অভিযানে আটক করা হয় ৫৫ বছর বয়সী সিরাজুল ইসলাম উজ্জ্বল ও ৫৬ বছর বয়সী মো. দেলোয়ার হোসেনকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সিরাজুল ও দেলোয়ারসহ অন্য অবৈধ মজুতদারীরা বছরের শুরুতে নতুন পাঠ্যপুস্তক বিতরণে সরকারের আন্তরিক প্রচেষ্টাকে নস্যাৎ করতে এবং অবৈধ উপায়ে আর্থিকভাবে লাভবান হতে এসব বই মজুত করে বিক্রি করে আসছিল। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত