Beta
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দের আদেশ

আদালতে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি
আদালতে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি
[publishpress_authors_box]

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেয়।

এদিন দুর্নীতির এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনও করে দুদক। আদালত আগামী ২৯ জানুয়ারি তার উপস্থিতিতে সে বিষয়ে শুনানির দিন রেখেছে।

দুদকের পক্ষে কমিশনের সহকারি পরিচালক আফনান জান্নাত কেয়া এসব আবেদন করেন।

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গত ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলায় তাকে সাত দিন রিমান্ডে নেওয়া হয়। আরেক মামলায় তিন দিনের রিমান্ড শেষে কারাগারে রয়েছেন নওগাঁ-১ আসনের সাবেক এই সংসদ সদস্য।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ঢাকার কারওয়ান বাজার এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপ।

সাবেক মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দের আবেদনে বলা হয়, তিনি ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৮ টাকার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন; ৬৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৪৩ কোটি চার লাখ ৪৭ হাজার ৩৭৫ টাকা লেনদেন করেছেন।

গত ১৯ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামির জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের সুষ্ঠু তদন্তের স্বার্থে আয়কর নথি জব্দ করা একান্ত প্রয়োজন।

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, দুদকের করা মামলায় জামিনে মুক্তি পেলে তার দখলীয় সম্পদ এবং ব্যাংক হিসাবে থাকা অর্থ অন্যত্র হস্তান্তর করার সম্ভাবনা রয়েছে। তিনি জামিনে মুক্তি পেলে তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এ মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো বিশেষ প্রয়োজন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত