মিয়ানমারে সৃষ্ট এক ভূমিকম্পে মধ্যরাতে কাঁপল ঢাকাসহ বাংলাদেশের পূর্ব-উত্তরাঞ্চল।
শুক্রবার প্রথম প্রহরে এই ভূমিকম্প টের পাওয়ার কথা জানিয়ে অনেকে ফেইসবুকে লিখেছেন।
আতঙ্কিত হয়ে একজন লিখেছেন- “মাত্রা কত ছিলো! ধাক্কায়ে বিছানা থেকে ফেলে দিচ্ছিলো একদম!” আবার আরেকজন লিখেছেন- “দু’বার আমার বসা চেয়ার কেঁপে উঠছে, তখন ফ্যাানের দিকে তাকালাম ফ্যান নড়েনি।”
রাত সোয়া ১টা থেকে দেড়টার মধ্যে এই ভূকম্পন টের পাওয়ার কথা জানান ঢাকা, সিলেটে অঞ্চলের মানুষ।
যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎস ছিল
ভারতের মনিপুর রাজ্যের ওপারে মিয়ানমারের কাচিন রাজ্যে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১২৬.১ কিলোমিটার গভীরে।
এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে শুক্রবার সকালে নেপালের কাছে হিমালয় অঞ্চলে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ৬ পরিমাপ করেছে ইউএসজিএস।