Beta
মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

নোমানের হ্যাটট্রিকের পর পাকিস্তানকে আটকাল ক্যারিবীয়রা

ওয়েস্ট ইন্ডিজের উইকেট উদযাপন। ছবি: এক্স
ওয়েস্ট ইন্ডিজের উইকেট উদযাপন। ছবি: এক্স
[publishpress_authors_box]

টেস্ট ম্যাচ পাঁচ দিনের খেলা। তবে মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট যেভাবে এগোচ্ছে, দুই দিনেই এসে যেতে পারে ফল। প্রথম দিনেই যে দুই ইনিংস শেষ! ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করার পর পাকিস্তান নিজেরাও গুটিয়ে গেছে। মজার ব্যাপার হলো, তখনও দিনের খেলা ১ ওভার বাকি ছিল।

মুলতানের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে পড়েছে ২০ উইকেট। ম্যাচের অবস্থান বিবেচনায় স্বাগতিক পাকিস্তান থেকে ক্যারিবিয়ানদের এগিয়ে রাখতে হবে। ওয়েস্ট ইন্ডিজ ১৬৩ রানে অলআউট হওয়ার পর পাকিস্তান গুটিয়ে গেছে ১৫৪ রানে। অর্থাৎ, ৯ রানের লিড পেয়েছে সফরকারীরা।

প্রথম দিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারতেন নোমান আলী। পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন তিনি। ৬ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়েছেন তিনি। কিন্তু সতীর্থ ব্যাটারদের চরম ব্যর্থতায় দিনটা হতাশায় শেষ হয়েছে নোমানের। ক্যারিবীয় বোলারদের চমৎকার বোলিংয়ে আটকে গেছে পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজকে ১৬৩ রানে অলআউট করেও প্রথম ইনিংসে পিছিয়ে পড়েছে শান মাসুদরা। ক্যারিবিয়ানদের পেস-স্পিন জুটিতে শুরুতেই ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। কেমার রোচ ও গুদাকেশ মোটির বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি স্বাগতিকদের টপ অর্ডার। ৫১ রান তুলতে হারায় ৪ উইকেট।

ব্যর্থতার মিছিলে একে একে যোগ দিয়েছেন মোহাম্মদ হুরাইরা (৯), বাবর আজম (১), শান মাসুদ (১৫) ও কামরান গুলাম (১৬)। মিডল অর্ডারে মোহাম্মদ রিজওয়ান (৪৯) ও সৌদ শাকিল (৩২) জুটি গড়ে পথে ফেরানোর চেষ্টা করেন পাকিস্তানকে। তবে তাদের বিদায়ের পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ক্যারিবিয়ানদের। দ্রুত লেজের ব্যাটারদের ফিরিয়ে প্রথম দিনের ১ ওভার বাকি থাকতেই অলআউট করে পাকিস্তানকে।

স্বাগতিকদের গুঁড়িয়ে দিতে সবচেয়ে বেশি অবদান মোটি ও রোচের। মোটি ৪৯ রানে নেন ৩ উইকেট। অন্যদিকে রোচ পেয়েছেন ২ উইকেট। তবে উইকেটসংখ্যায় সবচেয়ে সফল জোমেল ওয়ারিকান। এই স্পিনার ৪৩ রান খরচে পেয়েছেন ৪ উইকেট।

পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন নোমান আলী। ছবি: এক্স

এর আগে নোমানের হ্যাটট্রিকে ৪১.১ ওভারে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ১২তম ওভারের প্রথম তিন বলে জাস্টিন গ্রেভস, টেভিন ইমলাচ ও কেভিন সিনক্লায়েরকে আউট করে প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে টেস্টে হ্যাট্রটিক করেন নোমান।

পাকিস্তানি স্পিনারদের সামনে দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের টপ ও মিডল অর্ডার। শেষ দিকে বোলারদের ব্যাটিং দৃঢ়তায় ১৬৩ রান করতে পারে তারা। বল হাতে আলো ছড়ানোর আগে মোটি খেলেন দলীয় সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস। ওয়ারিকানের ব্যাট থেকে আসে ৩৬। আর রোচ অবদান রাখেন ২৫ রান করে।

হ্যাটট্রিকম্যান নোমান ১৫.১ ওভারে ৪১ রান দিয়ে পেয়েছেন ৬ উইকেট। ২ উইকেট নিয়েছেন সাজিদ খান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত