Beta
মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

টি-টোয়েন্টিতে প্রথমবার ২০ ওভারই করলেন স্পিনাররা

পার্ল রয়্যালসের পাঁচ স্পিনার করেছেন ২০ ওভার। ছবি : ক্রিকইনফো
পার্ল রয়্যালসের পাঁচ স্পিনার করেছেন ২০ ওভার। ছবি : ক্রিকইনফো
[publishpress_authors_box]

সবুজ বাউন্সি পিচের জন্য পেসারদের উদ্যানই বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। সেই আফ্রিকার পার্ল সাক্ষী হলো নতুন ইতিহাসের। এই ভেন্যুতে স্বীকৃত কোন টি-টোয়েন্টিতে প্রথমবার ২০ ওভার করলেন এক দলের পাঁচ স্পিনার!

তাতে কাজও হয়েছে। এসএ ২০’তে স্পিন জাদুতে প্রিটোরিয়াস ক্যাপিটালসের বিপক্ষে ১১ রানের জয় পেয়েছে পার্ল রয়্যালস। শুরুতে ব্যাট করা পার্ল জো রুটের ৫৫ বলে ৭৮ রানের ভর করে পেয়েছিল ৪ উইকেটে ১৪০ রানের পুঁজি। জবাবে প্রিটোরিয়াস ক্যাপিটালস থামে ৭ উইকেটে ১২৯ রানে।

এই জয়ে প্লে-অফও নিশ্চিত করেছে পার্ল। ৭ ম্যাচে সবচেয়ে বেশি ২৪ পয়েন্ট তাদের। দুইয়ে থাকা এমআই কেপটাউনের পয়েন্ট ৭ ম্যাচে ২১।

পার্ট টাইম স্পিনার জো রুটও করেন ৪ ওভার। ছবি : ক্রিকইনফো

জয়-পরাজয় ছাপিয়ে এই ম্যাচে আলোচনায় পার্ল রয়্যালসের হয়ে ১২০ বলই স্পিনারদের করা। ঘরোয়া বা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন কিছু ঘটল এবারই প্রথম। আফগানিস্তানের মুজিব উর রহমান ৪ ওভারে ১৭ রানে নেন ২ উইকেট। শ্রীলঙ্কার স্পিনার দুনিথ ওয়েলালাগে ৪ ওভারে ১৬ রানে নেন ১ উইকেট।

পার্ট টাইম স্পিনার জো রুটও করেন ৪ ওভার। ৩২ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনিই।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত