সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাফুফে ভবনে ঢুকলেন ইমরুল হাসান। হাতে একটা বড় ডায়েরি। ব্যক্তিগত গাড়ি থেকে নেমে সোজা ভবনের ওপর তলায় উঠে গেলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি। এর একটু পরই এলেন পুলিশ কর্মকর্তা লুনা এদিব।
গত মঙ্গলবার থেকে নারী ফুটবলাররা জাতীয় দলের কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। বৃটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন না সাবিনা খাতুনসহ ১৮ সিনিয়র ফুটবলার। কোচের বিরুদ্ধে আনা তাদের বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল যে তদন্ত কমিটি গঠন করেছে, রবিবার সন্ধ্যায় সেটারই মুখোমুখি হন ফুটবলাররা। এই কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। সদস্য পুলিশ কর্মকর্তা কাজী নুসরাত এদিব লুনা।
তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয় সন্ধ্যা ৬টায়। চার তলায় আবাসিক ক্যাম্পে থাকা নারী ফুটবলাররা একে একে নেমে আসেন দ্বিতীয় তলায় বোর্ড রুমে। তদন্ত কমিটির সদস্যরা সব ফুটবলারের নিয়ে এক সঙ্গে কথা বলেননি। রবিবার কথা বলেছেন ৭ জন ফুটবলারের সঙ্গে। বাকি ১১ জনের সঙ্গে কথা বলবেন কমিটি সোমবার।
কার্যক্রমের শুরুতে সেখানে এদের সবাইকে অপেক্ষা করতে হয়েছে। এরপর একজন একজন ফুটবলারকে ডেকে নেওয়া হয় তদন্ত কমিটির কক্ষে। সেখানেই সানজিদা আক্তার, মনিকা চাকমা, শিউলি আজিম, মাতসুসিমা সুমাইয়াসহ অন্যরা নিজেদের বক্তব্যগুলো তুলে ধরেন।
সন্ধ্যা ৬টার সময় শুরু হওয়া এই তদন্ত চলেছে প্রায় সোয়া তিন ঘন্টা ধরে। তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার সময় দেখা গেছে অনেকে হাসিমুখে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ঢুকেছেন। কেউ কেউ আবার চিন্তিত মুখে ঢোকেন।
যদিও তদন্ত কমিটির কর্মকর্তারা ফুটবলারদের কি প্রশ্ন করেছেন বা তাদের সঙ্গে কি কথা হয়েছে সে ব্যাপারে নারী ফুটবলারদের কেউ মুখ খোলেননি। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা এই কমিটির।
প্রথম দিনের তদন্ত শেষে কমিটির চেয়ারম্যান ইমরুল রাতে সংবাদমাধ্যমকে বলেছেন, “আজ আমরা সাত জনের সঙ্গে কথা বলতে পেরেছি। কাল আরও কথা বলবো। প্রয়োজনে অন্যদের সঙ্গেও কথা বলবো। আমরা আশাবাদী নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে পারবো। আমরা যে লিখিত অভিযোগ পেয়েছি, তারওপর শুধু কাজ করছি। কেন এমন অবস্থা হলো, তা উদঘাটনে আমরা কাজ শুরু করেছি।”
এর আগে এ দিন বিকেলে কোচ পিটার বাটলারকে দেখা যায় বাফুফে ভবন থেকে বেশ হাসি মুখে বেরিয়ে যেতে। গত দুই দিন যতটা হতাশা দেখা গেছে তার চেহারায় সেই তুলনায় বেশ হাসিখুশি ছিলেন রবিবার।
দলের জুনিয়র ১৩ ফুটবলার নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কোচ অনুশীলন করিয়েছেন গত দুদিন। অবশ্য রবিবার আরও দুজন ফুটবলার যোগ দিয়েছেন এই দলে।
সব মিলিয়ে আপাতত ১৫ ফুটবলার নিয়ে অনুশীলন করছেন পিটার বাটলার। আগামী ২৬ ফেব্রুয়ারি সংযুক্ত আমিরাতের সঙ্গে সেখানে গিয়ে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা বাংলাদেশ নারী দলের। এরপর ২ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।