তিনি জাতীয় দলের দুই ফরম্যাটের অধিনায়ক, অথচ একাদশে জায়গা হচ্ছে না ফরচুন বরিশালে! নাজমুল হোসেন শান্ত এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলেছেন কেবল ৫ ম্যাচ। তার স্কোরগুলো ২, ৪১, ৪, ৯ ও ০।
শান্তর একাদশ থেকে বাদ পড়ার আসল কারণ এটাই। ফাইনালে পৌঁছানো বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল অবশ্য আজ (বুধবার) সংবাদ সম্মেলনে জানালেন দলীয় কম্বিনেশনের জন্য শান্তর না থাকার কথা,‘‘ সে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার। তাকে আমরা এজন্যই দলে নিয়েছি। তাকে আমরা শুরুর দিকে খেলিয়েছি। হয়তো সেভাবে রান করতে পারেনি। আমাদের দলে অনেক খেলোয়াড়ই আছে যারা একটা ম্যাচও খেলেনি। আগে তো দল দেখতে হয়, কার বিপক্ষে খেলবে কীভাবে খেলবে। এই কম্বিনেশনের জন্য কেউ খেলতে পারছে কেউ পারছে না।’’
বিপিএলে খেলার সুযোগ না পেয়ে শান্ত কীভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন চ্যাম্পিয়নস ট্রফিতে? বাবুল জানালেন, ‘‘ দুইটা দুই ফরম্যাটের খেলা। একটা টি-টোয়েন্টি আরেকটা ৫০ ওভারের। দুইটা খেলাই আলাদা। কিছু সময় থাকে খেলোয়াড়দের যে অফফর্ম যায়। তবে শান্ত যে ধরনের খেলোয়াড় যে কোন সময় কামব্যাক করবে। সামনের চ্যাম্পিয়নস ট্রফিতে নেতৃত্ব দিবে বাংলাদেশকে। আমি আশা করি একজন ব্যাটার হিসেবে সে লিড করবে।’’
ফাইনালে কাকে চান, চিটাগং নাকি খুলনা? এমন প্রশ্নে তার কুটনৈতিক জবাব, ‘‘আমাদের জন্য প্রতিপক্ষ কোনো বড় বিষয় নয়। যেই দলই আসুক, আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আমি কখনোই বলব না যে আমরা এই দলকে চাই বা ওকে চাই। কারণ, প্রতিটি দলই সম্মানের যোগ্য। চ্যাম্পিয়ন হতে হলে আমাদের সবার সঙ্গেই জিততে হবে। আজকের দ্বিতীয় কোয়ালিফায়ারের দুই দলকে শুভ কামনা।’’
টানা দ্বিতীয়বার বরিশালের ফাইনাল খেলার কারণ হিসেবে বাবুল জানালেন দলের ঐক্য আর আবেগের কথা, ‘‘আমাদের সাফল্যের বড় কারণ হলো দলীয় ঐক্য আর আবেগ। প্রত্যেক ক্রিকেটারের দলের প্রতি নিবেদন আর দরদ রয়েছে। গত মৌসুমের চ্যাম্পিয়ন দলের বেশিরভাগ ক্রিকেটারকে এবারও ধরে রাখার চেষ্টা করেছি। এটা দলের মানসিকতা ও পারফরম্যান্সে দারুণ প্রভাব ফেলেছে।’’