Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

শেষ বেলার গোলে সেমিফাইনালে রিয়াল

ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে হেডে গোল করে রিয়ালকে উল্লাসে ভাসান গনসালো গার্সিয়া। ছবি : এক্স
ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে হেডে গোল করে রিয়ালকে উল্লাসে ভাসান গনসালো গার্সিয়া। ছবি : এক্স
[publishpress_authors_box]

কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহামরা ছিলেন না চোটের জন্য। শুরুতে বেঞ্চে ছিলেন ভিনিসিয়ুসও। চোট জর্জর দল নিয়ে কোপা দেল রে’র রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে লেগানেসকে ৩-২ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ২০ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড গনসালো গার্সিয়ার গোলে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।

রিয়াল এগিয়ে গিয়েছিল ১৮তম মিনিটে। বাঁ দিক থেকে রোদ্রিগোর পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে জালে পাঠান লুকা মদ্রিচ। কোপা দেল রে’তে এবার তিন ম্যাচে ২ গোল করলেন ৩৯ বছর বয়সী এই তারকা। অথচ এবারের আগে এই টুর্নামেন্টে কোন গোল ছিল না তার।

২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রিক। কোপা দেল রে’তে ৩ ম্যাচে ৩ গোল করলেন ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। তাতে একই ম্যাচে রিয়ালের হয়ে লক্ষ্যভেদ করলেন ৩৯ বছর ও ১৮ বছরের কেউ। দুজনের বয়সের ব্যবধান ২১ বছর, যা রিয়ালের হয়ে রেকর্ড।

৩৯তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান লেগানেসের হুয়ান ক্রুস। তার শটই বক্সে রিয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামনের হাতে লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ৫৯তম মিনিটে ক্রুসের দ্বিতীয় গোলে সমতায় ফেরে লেগানেস। 

৬৪তম মিনিটে ভিনিসিয়ুস বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে কাছ থেকে শট নিলেও সেটা গোলরক্ষককে ছুঁয়ে লাগে পোস্টে। ৭৫তম মিনিটে ব্রাহিম দিয়াসের চিপ বাধা পায় ক্রসবারে।

ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে আর দুর্ভাগ্য নয়। দিয়াসের ক্রসে ছয় গজ বক্সে লাফিয়ে হেডে গোল করে রিয়ালকে উল্লাসে ভাসান গনসালো গার্সিয়া।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত