Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

সাংবাদিকদের নিয়ে ‘আয়না ঘর’ দেখতে যাবেন ড. ইউনূস

উপদেষ্টা পরিষদের বৈঠকে বৃহস্পতিবার সভাপতিত্ব করেন ড. মুহাম্মদ ইউনূস।
উপদেষ্টা পরিষদের বৈঠকে বৃহস্পতিবার সভাপতিত্ব করেন ড. মুহাম্মদ ইউনূস।
[publishpress_authors_box]

আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালে যেসব গোপন বন্দিশালা ছিল, সেগুলো বন্ধ করে দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এখন সাংবাদিকদের নিয়ে সেসব বন্দিশালা পরিদর্শনে যাবেন তিনি।

উপদেষ্টা পরিষদের বৃহস্পতিবারের বৈঠকে ‘আয়না ঘর’ পরিদর্শনের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তরের ফেইসবুক পেইজে জানানো হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে এক পোস্টে বলা হয়, “উপদেষ্টা পরিষদের আজকে সভায় সিদ্ধান্ত হয়েছে যে প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন। দেশি-বিদেশি মিডিয়া উনার সঙ্গে থাকবেন।”

আওয়ামী লীগের শাসনামলে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই), র‌্যাব সদর দপ্তর, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদর দপ্তরে গোপন বন্দিশালায় বিভিন্নজনকে ধরে নিয়ে রাখা হতো এবং নির্যাতন চলত বলে অভিযোগ ওঠে।

নেত্র নিউজ প্রথমে গোপন বন্দিশালার বিষয়টি সামনে আনে, তাদের প্রতিবেদনে এই সেলগুলোকে ‘আয়না ঘর’ বলার পর এই নামটি পরিচিতি পায়।    

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এসব বন্দিশালা থেকে কয়েকজন মুক্তিও পেয়েছিলেন। এরপর গত সেপ্টেম্বরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছিলেন, সব আয়না ঘর বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে এই সেলগুলো পরিদর্শনের যাওয়ার একটি পরিকল্পনা প্রধান উপদেষ্টা নিলেও তাতে নিরাপত্তা বাহিনী থেকে আপত্তি আসে বলে গত ৫ ফেব্রুয়ারি নেত্র নিউজ খবর প্রকাশ করে। তার এক দিনের মধ্যে উপদেষ্টা পরিষদ পরিদর্শনের সিদ্ধান্ত নিল।

উপদেষ্টা পরিষদের বৃহস্পতিবারের বৈঠকে রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহণ, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এছাড়া রোজায় লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয় নিয়েও আলোচনা হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত