এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগের শীর্ষ দল লিভারপুল। তারা দাপটে ফাইনালে উঠল লিগ কাপেরও। বৃহস্পতিবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে টটেনহামকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তারা।
প্রথম লেগে ১-০’তে হারলেও দুই লেগ মিলিয়ে লিভারপুলের অগ্রগামিতা ৪-১। ১৬ মার্চ লন্ডনের ওয়েম্বলিতে ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। আর্সেনালকে সেমিফাইনালের দুই লেগেই হারিয়েছিল নিউক্যাসল।
লিভারপুলের হয়ে একটি করে গোল কোডি হাকপো, মোহাম্মদ সালাহ, দমিনিক সোবোসলাই ও ভার্জিল ফন ডাইকের। সালাহর অ্যাসিস্টও ছিল একটি। তাতে লিভারপুলের হয়ে ৫০ ম্যাচে একই সঙ্গে গোল ও অ্যাসিস্টের মাইলফলকে পা রাখেন সালাহ। দুইয়ে থাকা স্টিভেন জেরার্ড ২৭ ম্যাচে একই সঙ্গে করেছিলেন গোল ও অ্যাসিস্ট।
লিভারপুল গোলের জন্য পোস্টে শট নিয়েছিল ২৬টি, লক্ষ্যে ছিল এর ১০টি। সেখানে টটেনহাম কোন শটই রাখতে পারেনি লক্ষ্যে। এছাড়া লিভারপুলের তিনটি প্রচেষ্টা নষ্ট হয়েছে পোস্ট আর ক্রসবারে লেগে। বাতিল হয়েছে একটি গোলও। নইলে অ্যানফিল্ডে ৪-০’র জায়গায় জয়টা হতে পারত ৮-০ গোলেও!
৩৪তম মিনিটে সালাহর পাসে লিভারপুলকে এগিয়ে নেন কোডি গাকপো। ৫১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। সবাইকে পেছনে ফেলে নুনেস ডি-বক্সে ঢুকে পড়লে তাকে ফাউল করেছিলেন টটেনহাম গোলরক্ষক।
৭৫তম মিনিটে কনর ব্র্যাডলির অ্যাসিস্টে ব্যবধান ৩-০ করেন দমিনিক সোবোসলাই। ৮০তম মিনিটে কর্নার থেকে আসা বলে দারুণ হেডে স্কোরলাইন ৪-০ করেন ডাচ ডিফেন্ডার ফন ডাইক।
এদিকে ইতালিয়ান সিরি ‘এ’তে এক নম্বরে উঠার সুযোগ হাতছাড়া করেছে ইন্টার মিলান। বর্তমান চ্যাম্পিয়নদের ৩-০ গোলে হারিয়েছে ফিওরেন্টিনা। ৫৯ মিনিটে লুকা রানেইরি আর ৬৮ ও ৮৯ মিনিটে জোড়া গোল করেন ময়েজ কিন।
এই মৌসুমে লিগে এটা কেবল দ্বিতীয় হার ইন্টারের। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তারা আছে দুইয়ে। এক নম্বরে থাকা নাপোলির পয়েন্ট ২৩ ম্যাচে ৫৪। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে চারে ফিওরেন্টিনা।