Beta
সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

এবার ৫৮ মিনিট কেমন খেললেন হামজা

টানা দুই ম্যাচ জিতলেন হামজা।
টানা দুই ম্যাচ জিতলেন হামজা।
[publishpress_authors_box]

শেফিল্ড ইউনাইটেডে স্বপ্নের অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। ডার্বি কাউন্টির বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে হয়েছিলেন ম্যাচ সেরা। ৬১টি টাচে তার ৮০ শতাংশ পাস ছিল সঠিক আর ড্রিবল সফলতা ছিল শতভাগ।

শনিবার নিজের দ্বিতীয় ম্যাচে অবশ্য পুরো ৯০ মিনিট খেলেননি ‘বাংলাদেশি ব্লেড’ খ্যাত হামজা। পোর্টসমাউথের বিপক্ষে কোচ ক্রিস ওয়াইল্ডার ৫৮ মিনিট পর তুলে নিয়েছিলেন তাকে। ম্যাচটা শেফিল্ড জিতেছে ২-১ গোলে। গোল বা অ্যাসিস্ট কোনটাই করেননি হামজা।

২৪ মিনিটে গুস্তাভো হামের এগিয়ে নিয়েছিলেন শেফিল্ডকে। এর তিন মিনিট পরই সমতা ফেরায় পোর্টসমাউথ। ৭৩ মিনিটে জেসুরানের গোলে ২-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে শেফিল্ড।

তাতে ৩১ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ধরে রেখেছে দ্বিতীয়স্থান। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে লিডস। সেরা দুইয়ে থাকা দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে খেলবে আগামী মৌসুমে।

প্রথম ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন হামজা। কোচ তুলে নেননি তাকে। এবার অবশ্য খেলেছেন ৫৮ মিনিট। দ্বিতীয় ম্যাচে ৫৮ মিনিট কেমন খেলেছেন হামজা?

এবার ম্যাচ সেরা না হলেও ‘ইয়র্কশায়ার পোস্ট’-এ হামজার রেটিং ৬, যা শেফিল্ডের খেলোয়াড়দের মধ্যে তৃতীয় সেরা। তবে ‘ফুটমব’ তার রেটিং দিয়েছে আরেকটু বেশি ৬.৭।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত