একপ্রকার হারিয়েই গিয়েছিল ত্রিদেশীয় সিরিজ। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য ছয় বছর পর আবার ফেরানো হয়েছে ত্রিদেশীয় সিরিজের লড়াই। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এই সিরিজে খেলছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
লাহোরে শনিবার লড়াইয়ের শুরুতেই পাকিস্তানকে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড হারিয়েছে ৭৮ রানে। গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে (৭৪ বলে ১০৬*) নিউজিল্যান্ড করেছিল ৬ উইকেটে ৩৩০। প্রথম সেঞ্চুরি করার পথে শেষ ৫ ওভারে মিশেল ব্রেসওয়েলকে নিয়ে ৮৪ রান তুলেছিলেন ফিলিপস। জবাবে পাকিস্তান ৪৭.৫ ওভারে গুটিয়ে যায় ২৫২-তে। দীর্ঘদিন পর ফেরা ফখর জামান ৮৪ করলেও জেতাতে পারেননি দলকে।
এই ম্যাচে প্রথম ওভারে উইকেট নিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। তাতে ওয়ানডেতে প্রথম ওভারে পাকিস্তানি বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা ৯বার উইকেটের দেখা পেলেন তিনি। পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ১০বার এই কীর্তি আছে ওয়াসিম আকরাম ও মোহাম্মদ ইরফানের।
এই ম্যাচে ইনজুরিতে পড়েছেন পাকিস্তানের হারিস রউফ আর নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। ৩৭তম ওভার করতে এসেছিলেন রউফ। দ্বিতীয় বল করার পর ব্যথা অনুভব করায় ফিজিওর অপেক্ষা না করেই মাঠ ছাড়েন তিনি।
পাকিস্তান ব্যাট করার সময় ৩৮তম ওভারে চোট পান রাচিন রবীন্দ্র। খুশদিল শাহর ক্যাচ ধরতে গিয়ে ফ্লাডলাইটের আলোয় ‘বল হারান’ তিনি। সেই বল লাগে রবীন্দ্রর মুখে। মাঠে স্ট্রেচার এলেও মুখে তোয়ালা দিয়ে হেঁটেই মাঠ ছাড়েন তিনি।