বলিউড সুপারস্টার সালমান খান এক পডকাস্টে জানালেন, অভিনেতা নয়, ছোটবেলায় তার বরং নির্মাতা হওয়ার ইচ্ছা ছিল। ভাতিজা আরহান খানের পডকাস্ট দম বিরিয়ানি-তে তিনি এ কথা বলেন। পডকাস্টে ক্যারিয়ার বিষয়ক পরামর্শ দেওয়ার সময় সালমান খান জানান, তিনি কখনো অভিনেতা হতে চাননি; বরং ছোটবেলায় তার ইচ্ছে ছিল পরিচালক হওয়ার।
ওই পডকাস্টে সালমান তার অভিনেতা হয়ে ওঠার গল্প শোনান। পডকাস্টে সালমান বলেন, “যেখানেই যেতাম, সবাই বলত, ‘অভিনয় শুরু করো।’ তাই আমি নাসির, নাজিম এবং কাজিম, জনি (ওয়াকার) চাচার ছেলেদের সঙ্গে ভিডিও বানানো শুরু করি। সেই ভিডিওগুলোতে আমি কমেডিয়ানও ছিলাম না, ভিলেনও ছিলাম না, আমি ছিলাম হিরো।”
সালমান খানের বলিউড অভিষেক ঘটে ১৯৮৮ সালে বিবি হো তো অ্যায়সি সিনেমার মধ্য দিয়ে। যেখানে তিনি একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে রেখা, ফারুক শেখ এবং বিন্দু প্রধান ভূমিকায় অভিনয় করে ছিলেন। এরপর ম্যায়নে পেয়ার কিয়া সিনেমায় ভাগ্যশ্রীর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করে কপাল ফেরে সালমানের। এই সিনেমাটি হয়ে ওঠে অল-টাইম ব্লকবাস্টার আর সালমান রাতারাতি তারকা বনে যান।
এরপর সালমানের ঝুলিতে জমা হয় বাঘি: এ রেবেল ফর লাভ, কুরবান, পাত্থার কি ফুল, হাম আপকে হ্যায় কৌন এবং কারান আর্জুন এর মতো ব্লকবাস্টার। আর আজতো সালমান বলিউডের অন্যতম সফল অভিনেতা।
সালমান খানকে শেষবার দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফের বিপরীতে টাইগার থ্রি সিনেমায়। বর্তমানে এআর মুরুগাদোস পরিচালিত সিকান্দার সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান। এই সিনেমায় রাশমিকা মান্দানা এবং কাজল আগরওয়াল অভিনয় করেছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই অ্যাকশন ড্রামাটি আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।