Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

ডিআইজি মোল্যা নজরুল ৫ দিনের রিমান্ডে

আদালন প্রাঙ্গণে মোল্যা নজরুল ইসলাম। ছবি : সকাল সন্ধ্যা
আদালন প্রাঙ্গণে মোল্যা নজরুল ইসলাম। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত পুলিশের উপমহাপরিদর্শক মোল‍্যা নজরুল ইসলামকে পাঁচ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার গুলশানে কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্যাহর আদালত এই অনুমতি দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশানা থানা পুলিশের উপপরিদর্শক মো. মাহফুজুল হক আসামিকে আদালতে হাজির করে সাত দিন নিজ হেফাজতে রেখে জিজ্ঞেসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন। 

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

গত শনিবার রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সারদার পুলিশ একাডেমি থেকে মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২২ জুলাই সকাল সাড়ে ১০ টার দিকে প্রগতি সরণিতে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি বর্ষণ করে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। সেখানে গুলিবিদ্ধ হন জুবায়েদ।

এই ঘটনায় জুবায়েদের বাবা হুমায়ুন কবীর গত ৫ অক্টোবর ৩৫ জনের নামে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় মোল্যা নজরুল ইসলাম ৩৪ নম্বর আসামি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত