রবিবার সকাল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বিকালে তা রূপ নেয় সংঘর্ষে। ছবি : হারুন-অর-রশীদদুই কলেজের শিক্ষার্থীদেরই লাঠিসোঁটা হাতে মারমুখো অবস্থান করতে দেখা যায়। ছবি : হারুন-অর-রশীদ সকালে দুই কলেজের শিক্ষার্থীদের কথা–কাটাকাটি ও মারধরের ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় এই উত্তেজনা। ছবি : হারুন-অর-রশীদপরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। ছবি : হারুন-অর-রশীদদুই কলেজের শিক্ষার্থীদের দ্বন্দ্বে আহত হন অনেকে। তবে আহতের সঠিক সংখ্যা জানা যায়নি। ছবি : হারুন-অর-রশীদ