সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার বিকালে সিলেটের বিচারিক হাকিমের চতুর্থ আদালতের বিচারক মো. মুসতানসীর হাসান চৌধুরী এ আদেশ দেন বলে জানান কোর্ট পুলিশের পরিদর্শক মো. জমশেদ আলম।
গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, “গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত ৮ জানুয়ারি সেন্টু চন্দ্র নন্দী নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিধি অনুযায়ী তাকে সিলেটে আনার পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।”
এর আগে শুক্রবার রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নানকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। রবিবার ঢাকা থেকে তাকে সিলেটে নেওয়া হয়।
২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা আব্দুল মান্নান গত বছরের ১০ জুলাই সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দেন। এর আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়।