চলমান অপারেশন ডেভিল হান্টে দেশের ছোট-বড় সব ধরনের অপরাধী ধরা পড়বে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “ছোট-বড় সকল অপরাধী ডেভিল হান্টে ধরা পড়বে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তারাও রেহাই পাবে না। ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন চলবে।”
সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বিভাগীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
অপারেশন ডেভিল হান্টে কোনও নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলের ভুক্তভোগীরা আইনি সহায়তা পাবে। লিগ্যাল এইড ডিপার্টমেন্ট থেকেও তারা সহায়তা পাবে।”
এসময় চাকরিচ্যুত বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যদের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “তারা যদি আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে পারে, তবে বিবেচনা করা যাবে।”
সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “এতে আমরা খুশি। তবে আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়।”
এ সময় তিনি ভারতীয় সংবাদমাধ্যমগুলোয় বাংলাদেশ নিয়ে গুজবের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষকে সচেতন করায় সাংবাদিকদের প্রশাংসা করেন তিনি।
মতবিনিময়ে পুলিশের আইজিপি ড. বাহারুল আলম, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসক আফিয়া আকতারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজশাহীতে দায়িত্বরত সেনা, বিজিবি, র্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।