Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে গ্রেপ্তার ৩৪৩

devil hunt
[publishpress_authors_box]

ঢাকাসহ সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও এ অভিযানসহ অন্যান্য মামলা ও ওয়ারেন্টভূক্ত মোট ১ হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনায় রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত অন্যান্য মামলা এবং ওয়ারেন্টভূক্ত ১ হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৩৪৩ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টভূক্ত গ্রেপ্তার ১১৭৮ জন।

তিনি আরও বলেন, অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত বিদেশি পিস্তল ১টি, ম্যাগজিন ২টি, ১১ রাউন্ড গুলি, শটগান কার্তুজ ৬টি, ছুরি ৩টি, তলোয়ার ৩টি, কুড়াল ১টি, ককটেল ১০টি, লাঠি ৮টি, রড ৪টি এবং ৪টি রামদা উদ্ধার করা হয়েছে।

গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ‘সন্ত্রাসীদের’ আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন ডেভিল হান্ট’।

শনিবার রাত থেকেই গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু হয় বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত