সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ঢাকার সোবহানবাগ থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করে বলে এক বার্তায় জানানো হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
সবশেষ গত বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বড় ব্যবধানে জয় পেয়েছিলেন দীপংকর তালুকদার।
গত ৫ আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে সংসদ সদস্য পদ হারান তিনি।
সরকার বদলের পর আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের কোনও নেতাকেই আর প্রকাশ্যে দেখা যায়নি। তবে মাঝে মাঝেই দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর ধারাবাহিকতায় সবশেষ গ্রেপ্তার করা হলো দীপংকর তালুকদারকে।