ব্রাজিল ফুটবলের কিংবদন্তি রিভালদো। তিনি জিতেছেন ২০০২ বিশ্বকাপ। বার্সা, এসি মিলানের মতো ক্লাবে খেলা রিভালদো ১৯৯৯ সালে জিতেছেন ব্যালন ডি’অরও। তার ছেলে রিভালদিনহো ফুটবলকে ক্যারিয়ার হিসেবে বেছে নিলেও পৌঁছতে পারেননি বাবার উচ্চতায়।
একটা সময় ব্রাজিলিয়ান ক্লাব মোগি মিরিমের হয়ে খেলতেন রিভালদো ও রিভালদিনহো। বাবা-ছেলে গোলও করেছিলেন একই ম্যাচে! এরপর আর ক্যারিয়ারটা সেভাবে বিকশিত করতে পারেননি ৬ ফুট ১ ইঞ্চির এই ফরোয়ার্ড।
ইউরোপিয়ান ফুটবলে ২৯ বছরের রিভালদিনহো সবশেষ খেলেছেন রোমানিয়ার ক্লাব ফারুল কনসতানতায়। সেই অধ্যায়টাও শেষ হয়েছে গত সপ্তাহে। রিভালদিনহো যোগ দিয়েছেন চীনের ক্লাব রেড লায়ন্সে।
বিখ্যাত বাবার কারণে রিভালদিনহোকে নিয়ে আলোচনা থাকলেও রিভালদোর ধারে কাছেও পৌঁছতে পারেননি তিনি। চীনের ফুটবলে নাম লেখানোর পর রিভালদিনহো মেনেও নিলেন সেটা, ‘‘মানুষের প্রত্যাশা অনেক বেশি। সবাই ভাবে আমি বাবার মানের। কিন্তু এটা সম্ভব নয়। আমি তো বটেই আমার ছেলেও তার ধারেকাছের মানে যেতে পারবে না।’’
এরপর বাস্তবতাটা জানিয়ে রিভালদিনহো বললেন, ‘‘রিভালদোর ছেলে বলেই তার মানের হয়ে যাব, এটা বাজে কথা। এমনকি বাবার মানের ১০ শতাংশ পর্যন্তও পৌঁছানো কঠিন।’’