চ্যাম্পিয়নস ট্রফির আকাশ থেকে তারা খসল আরও একটা। মঙ্গলবার ভারত নিশ্চিত করে এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না জাসপ্রিত বুমরার। আজ (বুধবার) অস্ট্রেলিয়া জানিয়েছে, পাকিস্তান-আরব আমিরাতে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে নেই মিচেল স্টার্কও।
নানা কারণে অস্ট্রেলিয়ার ১৫ জনের চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন ৪ জন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ। সেই তালিকায় এবার যোগ হলেন স্টার্ক।
স্টার্ক কেন খেলছেন না এর কারণ জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বললেন, ‘‘মিচের সিদ্ধান্ত বুঝতে আমরা পেরেছি ও সম্মান করি। ওকে না পাওয়া অবশ্যই বড় ধাক্কা কিন্তু তবে এটা অন্য কারও সুযোগও।’’
৫ ক্রিকেটারের বদলি হিসেবে অস্ট্রেলিয়ান দলে এসেছেন—শন অ্যাবট, বেন ডোয়ারশিস , জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংহা।
এদিকে চোটের জন্য জাসপ্রিত বুমরার খেলা হচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফি। এই ফাস্ট বোলারের বদলি হিসেবে ডাক পেলেন হর্ষিত রানা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন হর্ষিত রানা। প্রথম দুই ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী এই ফাস্ট বোলার। এছাড়া যশস্বী জয়সওয়ালের জায়গায় নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে।
ভারতের চূড়ান্ত স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ–অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।
রিজার্ভ খেলোয়াড়: মোহাম্মদ সিরাজ, যশস্বী জয়সোয়াল ও শিবম দুবে।
অস্ট্রেলিয়ার চূড়ান্ত স্কোয়াড
স্টিভেন স্মিথ (অধিনায়ক) অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা, শন অ্যাবট, বেন ডোয়ারশিস , জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংহা