চ্যাম্পিয়নস ট্রফিতে লক্ষ্য কি? বাংলাদেশের কোচ ফিল সিমন্স বলেছিলেন শিরোপার কথা। একই লক্ষ্য নাজমুল হোসেন শান্তর। আজ (বুধবার) সংবাদ সম্মেলনে সে কথাই বলেছেন শান্ত। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং মানছেন না সেটা।
শান্তর সংবাদ সম্মেলনের আগেই পন্টিং আইসিসিকে বাংলাদেশ নিয়ে বলেছেন, ‘‘আমার মনে হয় ওদের সংগ্রাম করতে হবে। দলটিতে সেরকম মান আছে বলে মনে হচ্ছে না। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্য দলগুলোর সাথে তুলনা করলে। দলটিতে মানের অভাব আছে। তারা তাদের আদর্শ হোম কন্ডিশন পেলে ভয়ংকর দল, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মতো কন্ডিশন পাবে বলে মনে হয় না আমার।’’
সাকিব আল হাসান, তামিম ইকবালরা নেই বাংলাদেশে। এমন অভিজ্ঞদের ছাড়া বাংলাদেশ তেমন কিছু করতে পারবে না বলে মনে করেন পন্টিং। শুধু তাই নয়, শান্তর দল আফগানিস্তানের মতো পারফর্ম্যান্সও করতে পারবে না বলে মনে করেন এই কিংবদন্তি, ‘‘এই শূন্যস্থান পূরণ করা খুব কঠিন হবে ওদের। আমার মনে হয় তাদের অনেক সংগ্রাম করতে হবে। আমার ধারণা বাংলাদেশের চেয়ে আফগানিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে।’’
গত বছর ৯ ওয়ানডে খেলে ৬টিতে হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ। আফগানিস্তানের কাছেও বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল শারজায়। এমন বিবর্ণ পারফরম্যান্সের পরও কি পন্টিংকে ভুল প্রমাণ করতে পারবেন শান্তরা?