এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে আলাদা দুই হত্যা মামলায় ১০ দিন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতির সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
বুধবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম এম. এ আজহারুল ইসলামের আদালত এই অনুমতি দেয়।
দুপুরে তাদের কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। এরপর ধানমণ্ডি ও যাত্রাবাড়ী থানার আলাদা দুই হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারের ১০ দিন করে ২০ দিন রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। দুই পক্ষের শুনানি শেষে আদালত দুই মামলায় তার পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ধানমণ্ডি থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার সাত দিনে রিমান্ড মঞ্জুর করেন।
ধানমণ্ডি থানার মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট বিকাল ৫টায় ধানমণ্ডি এলাকায় ছাত্র জনতার সঙ্গে মিছিলে অংশ নেন শিক্ষার্থী শামীম। মিছিলটি কলাবাগান এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অতর্কিত আক্রমণে আহত হন শামীম। এরপর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে পরের দিন ৬ আগস্ট চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ঢাকার ধানমণ্ডি থানায় গত ৩ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের মা জাহানারা বেগম।
যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার চিটাগাং রোডে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী নামের এক যুবক। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা জেলার সাভার বাসস্ট্যান্ডে গুলিবিদ্ধ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এবং আওয়ামী সরকারের সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
আজকে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালত এই আদেশ দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা এনামের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
আদালত সুত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা জেলার সাভার বাসস্ট্যান্ডে ৫ আগস্ট দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী কাইয়ুম। এ ঘটনায় তার মা কুলছুম বেগম সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
গত ২৬ জানুয়ারি দিবাগত রাতে ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানায় হকার সাগর হত্যা মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২ ফেব্রুয়ারি রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে, একই আদালত বাড্ডা থানার মামলায় নজরুল ইসলাম মজুমদারকে, পল্লবী থানার মামলায় সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে, ডায়মন্ড ওয়ার্ল্ড এর মালিক দিলীপ কুমার আগরওয়ালাকে গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন। এছাড়া, যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক ওসি আবুল হাসানকে ও মাইনুদ্দিনকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।