Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

গুডিসন পার্কের শেষ ডার্বিতে ৪ লাল কার্ড, সালাহর মাইলফলক

গুডিসন পার্কের শেষ ডার্বিতে লাল কার্ড দেখেছেন ৪ জন। ছবি : এক্স
গুডিসন পার্কের শেষ ডার্বিতে লাল কার্ড দেখেছেন ৪ জন। ছবি : এক্স
[publishpress_authors_box]

এবারের মৌসুম শেষে দীর্ঘদিনের আঙিনা গুডিসন পার্ক ছেড়ে যাচ্ছে এভারটন। লিভারপুলের সঙ্গে বুধবার ঐতিহ্যবাহী মাঠটিতে শেষ মার্সিসাইড ডার্বিতে মুখোমুখি হয়েছিল তারা। উত্তেজনার সেই ডার্বি শেষই হচ্ছিল না যেন। ইনজুরি টাইমের অষ্টম মিনিটে এভারটনের জেমস তারকোস্কির গোলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি।

এরপরই দুই দলের খেলোয়াড় আর স্টাফদের মধ্যে শুরু উত্তেজনার। শেষ বেলার গোল উদযাপনে এভারটনের আব্দুলায়ে ডুকোরে চলে গিয়েছিলেন লিভারপুল সমর্থকদের সামনে। তার সঙ্গে তখন সংঘর্ষে জড়িয়ে পড়েন লিভারপুলের কার্টিস জোনস। রেফারি লাল কার্ড দেখান দুজনকেই। মাঠে নেমে আসেন দর্শকরা।

সেই সংঘর্ষে অন্য খেলোয়াড়রা জড়িয়ে পড়লেও রেফারি পরে লাল কার্ড দেখান লিভারপুলের কোচ আর্নে স্লট ও সহকারি কোচ সিপকে হালশফকে। উত্তেজনার ৪ লাল কার্ড-এর ম্যাচটা ২-২ গোলে ড্র করলেও প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। ২৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫৭। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল।

১৮৯২ সালে যাত্রা শুরু করা গুডিসন পার্ক স্টেডিয়ামে ১২০ বার মুখোমুখি হয়েছে এভারটন ও লিভারপুল। মার্সিসাইড ডার্বিতে তাদের জয় সমান ৪১টি। অন্য ম্যাচগুলো হয়েছে ড্র। এই স্টেডিয়ামে শেষ ডার্বিটাও হল ড্র। ডার্বিতে এভারটন গোল করেছে ১৪৩টি, লিভারপুল ১৪৯টি।

এবারের মৌসুমে প্রিমিয়ার লিগের অ্যাওয়ে ম্যাচে সালাহর গোলে অবদানের রেকর্ড বেড়ে হলো ২৩টি।

গত ডিসেম্বরের শুরুতে ঝড়ের কারণে স্থগিত হয়েছিল এভারটন-লিভারপুলের ম্যাচটি। সেই ম্যাচে বুধবার ১১ মিনিটে বেতোর গোলে এগিয়ে যায় এভারটন। মোহাম্মদ সালাহর অ্যাসিস্টে অ্যালেক্সিস ম্যাক আলিস্টার সমতা ফেরান ৫ মিনিট পরই। এটি ছিল এবারের মৌসুমে প্রিমিয়ার লিগের অ্যাওয়ে ম্যাচে সালাহর ২২তম গোলে অবদান (করেছেন ১৩ গোল, অ্যাসিস্ট ৯টি), যা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ। সালাহর আগে অ্যান্ডি কোল ১৯৯৩-৯৪ মৌসুমে অবদান রেখেছিলেন ২১ অ্যাওয়ে গোলে।

এমন মাইলফলকের ম্যাচটা সালাহ স্মরণীয় করেন আবার গোল করে। ৭৩তম মিনিটে  প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ২২তম গোলটি করেন সালাহ। তাতে এবারের মৌসুমে প্রিমিয়ার লিগের অ্যাওয়ে ম্যাচে সালাহর গোলে অবদানের রেকর্ড বেড়ে হলো ২৩টি। এরপর ইনজুরি টাইমের অষ্টম মিনিটে জেমস তারকোস্কির গোলে ২-২ সমতায় মাঠ ছাড়ে দুই দল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত