Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

বার্ন ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক নাসির উদ্দীন

ডা. মোহাম্মদ নাসির উদ্দীন
ডা. মোহাম্মদ নাসির উদ্দীন
[publishpress_authors_box]

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনকে।

বৃহস্পতিবার সকাল সন্ধ্যাকে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন নতুন পরিচালক।

তিনি বলেন, “আমি আজ মন্ত্রণালয়ে যোগদান করেছি। আগামী রবিবার ইনস্টিটিউটেও যোগদান করব।”

গত বছরের ১৮ নভেম্বর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের পরিচালক পদ থেকে অবসরে যান অধ্যাপক রায়হানা আউয়াল। এরপর পাঁচ মাস পদটি খালিই ছিল।

ইনস্টিটিউটের তৃতীয় পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া ডা. নাসির উদ্দীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর ২০০৩ সালে সার্জারিতে এফসিপিএস এবং পরবর্তীতে প্লাস্টিক সার্জারিতে এমএস ডিগ্রিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে উচ্চ শিক্ষা নেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হলো ঢাকায় অবস্থিত পুড়ে যাওয়া রোগী ও প্লাস্টিক সার্জারির জন্য বিশেষায়িত হাসপাতাল। এটি বিশ্বের বৃহত্তম পোড়া ও প্লাস্টিক সার্জারি কেয়ার সেন্টার হিসেবে বিবেচিত।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালে মার্চে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ছিলেন এই ইনস্টিটিউটের প্রথম পরিচালক। তিনি এর প্রকল্প পরিচালকও ছিলেন। আর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত ডা. সামন্ত লাল সেন ছিলেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী।

৫০০ শয্যার এই ইন্সটিটিউটে ২২ টি করে আইসিইউ এবং এইচডিইউ বা হাই ডিপেন্ডেন্সি ইউনিট রয়েছে। আছে ১২টি অস্ত্রোপচার কক্ষ।  

তবে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এর নাম ছিল শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। সরকার পতনের পর নাম বদলে রাখা হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত