Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফিতে সহ-অধিনায়ক মিরাজ

Miraz
[publishpress_authors_box]

দল ঘোষণার দিনেই অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম প্রকাশ করার নিয়ম। তবে বাংলাদেশের ব্যাপারটি সবসময়ই ভিন্ন! তবুও দেরিতে হলেও নাজমুল হোসেন শান্তর ডেপুটির নাম ঘোষণা করেছে বিসিবি। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলে এই দায়িত্ব সামলাবেন মেহেদি হাসান মিরাজ।

মিরাজ আগেই সহ-অধিনায়ক হয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেই তাকে প্রথমবারের মতো এই দায়িত্ব দেওয়া হয়। শান্ত ইনজুরিতে পড়ায় সিরিজের শেষ ম্যাচে নেতৃত্বও দিয়েছিলেন।

পরে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পুরোটাতেই নেতৃত্ব দিয়েছেন মিরাজ। অবশ্য ওই সিরিজের তিন ম্যাচেই হেরেছিল বাংলাদেশ।

ভবিষ্যৎ নেতৃত্বের কথা বিবেচনা করেই যে কোন দল সহ-অধিনায়কের নাম দিয়ে থাকে। বিসিবিও মিরাজকে সে চিন্তা থেকে  দায়িত্ব দিয়েছে তাতে সন্দেহ নেই। নাজমুল হোসেন শান্ত এমনিতেও জানিয়েছিলেন জাতীয় দলের নেতৃত্ব দিতে চাইছেন না। তবে মিরাজকে তৈরি রাখা হলেও আপাতত শান্তর ওপরই আস্থা রাখতে চায় বিসিবি।

এদিকে বৃহস্পতিবার রাতে জাতীয় দলের সঙ্গে দুবাইতে যাচ্ছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। দুই পেসারকে বাড়তি হিসেবে নিয়ে যাওয়ার কারণ অনুশীলনে তাদের ব্যবহার করা। ভারতের বিপক্ষে ওই ম্যাচের আগে নেটে ব্যাটারদের বিপক্ষে বল করবেন এই দুই পেসার।

২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ শেষে হাসান ও খালেদ দেশে ফিরবেন। দুজনের কেউই পাকিস্তানে যাচ্ছেন না।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত