Beta
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে গ্রেপ্তার ৫০৯

devil hunt
[publishpress_authors_box]

ঢাকাসহ সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও এ অভিযানসহ অন্যান্য মামলা ও ওয়ারেন্টভূক্ত মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় একথা জানানো হয়েছে।

সেখানে জানানো হয়েছে, ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনায় অন্যান্য মামলা এবং ওয়ারেন্টভূক্ত মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫০৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টভূক্ত গ্রেপ্তার ৯৪৮ জন গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, অপারেশন ডেভিল হান্টে একনলা বন্দুক ১টি, ওয়ান শুটারগান ১টি, কার্তুজ ১টি, ১০টি রামদা, চাইনিজ ছুরি ১টি, দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত ছুরি ১টি, চাইনিজ চাপাতি ২টি ও চাইনিজ কুড়ান ১টি, কাঠের বাটযুক্ত দা ৩টি, ধামা ৪টি ও দেশীয় তৈরি কাঠের বাটডুক্ত ১টি কুড়াল উদ্ধার করা হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে যান। তখন ১৫-১৬ জন শিক্ষার্থীর ওপর হামলা করা হয়। 

এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ‘সন্ত্রাসীদের’ আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। এই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন ডেভিল হান্ট’।

গত ৮ ফেব্রুয়ারি রাত থেকেই গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু হয় বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত