Beta
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

৮৩ কোটি টাকার চ্যাম্পিয়নস ট্রফিতে কোন দল কত পাবে

champions trophy-09
[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে নাজমুল হোসেন শান্ত বড় স্বপ্নের কথা জানিয়ে গেছেন। ওয়ানডে বিশ্বকাপের পর এই ফরম্যাটের সবচেয়ে বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় আশা বাংলাদেশ অধিনায়কের। শান্তর স্বপ্ন পূরণ হলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবের সঙ্গে মোটা অঙ্কের প্রাইজমানি যোগ হবে বাংলাদেশের। আইসিসির প্রকাশিত প্রাইজমানি অনুযায়ী চ্যাম্পিয়ন দল পাবে ২৭ কোটি টাকারও বেশি।

ওয়ানডে ফরম্যাটের সবচেয়ে বড় প্রতিযোগিতা বিশ্বকাপ। তবে প্রতিদ্বন্দ্বিতার মাপকাঠিতে চ্যাম্পিয়নস ট্রফি লড়াই আরও কঠিন। কারণ আইসিসি র‌্যাঙ্কিংয়ের সেরা আট নিয়ে হচ্ছে প্রতিযোগিতাটি। বাংলাদেশের ‘চ্যাম্পিয়ন’ হওয়ার স্বপ্ন পূরণ করা সহজ হবে না। গ্রুপ পর্বেই দিতে হবে কঠিন পরীক্ষা; প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

আট বছর পর ফিরছে চ্যাম্পিয়নস ট্রফি। ২০১৭ সালের পর ফেরা এবারের আসরে ৫৩ শতাংশ প্রাইজমানি বাড়িয়েছে আইসিসি। এবারের আসরের প্রাইজমানি ৬৯ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৮৩ কোটি টাকারও বেশি। বিশাল অর্থের চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় ২৭ কোটি ১৪ লাখ টাকা।

ফাইনালে হেরে যাওয়া দল, অর্থাৎ রানার্স-আপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ১৩ কোটি ৫৭ লাখ টাকা। সেমিফাইনালের চৌকাঠ পেরিয়ে ফাইনালে উঠতে না পারা দুই দলের প্রত্যেকে পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৭৮ লাখ টাকা।

সেমিফাইনালে উঠতে না পারলেও থাকছে মোটা অঙ্কের অর্থ পুরস্কার পাওয়ার সুযোগ। গ্রুপ পর্বের প্রত্যেক জয়ের জন্য বরাদ্দ ৩৪ হাজার ডলার বা ৪১ লাখ ২০ হাজার টাকা। টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ হওয়া দুই দলের প্রত্যেকে পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৪ লাখ টাকা। সপ্তম ও অষ্টম হওয়া দুই দলের প্রত্যেকে বাড়ি ফিরবে ১ লাখ ৪০ হাজার ডলার বা ১ কোটি ৭০ লাখ টাকা নিয়ে।

শুধু তা-ই নয়, অংশগ্রহণের জন্য থাকছে আলাদা প্রাইজমানি। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে যাওয়া আট দলের প্রত্যেকে এজন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৫১ লাখ টাকা।

১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ৮৩ কোটি টাকার চ্যাম্পিয়নস ট্রফি। এবারের আয়োজক পাকিস্তান। ১৯৯৬ সালের পর প্রথমবার আইসিসির কোনও ইভেন্ট হতে যাচ্ছে দেশটিতে। তবে এককভাবে সব ম্যাচ আয়োজন করতে পারছে না তারা। ভারত পাকিস্তানে খেলতে আপত্তি জানানোয় হাইব্রিড মডেলে হচ্ছে প্রতিযোগিতাটি। ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটিও হবে মরুর বুকে।

বাংলাদেশের প্রথম ম্যাচ এই দুবাইয়ে। নিজেদের উদ্বোধনী ম্যাচে ২০ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে শান্তরা।

কোন দল কত টাকা পাবে

চ্যাম্পিয়ন : ২৭ কোটি ১৪ লাখ টাকা

রানার্স-আপ : ১৩ কোটি ৫৭ লাখ টাকা

সেমিফাইনাল : ৬ কোটি ৭৮ লাখ টাকা

গ্রুপ পর্বে প্রত্যেক জয়ে : ৪১ লাখ ২০ হাজার টাকা

পঞ্চম ও ষষ্ঠ দল : ৪ কোটি ২৪ লাখ টাকা

সপ্তম ও অষ্টম দল : ১ কোটি ৭০ লাখ টাকা

অংশগ্রহণের জন্য : ১ কোটি ৫১ লাখ টাকা

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত