Beta
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

বিমান টিকেটের অভাবে গ্র্যান্ডমাস্টার নর্ম হবে না নীড়ের?

বিমান টিকিটের অভাবে বিশ্ব জুনিয়র দাবায় খেলতে পারছেন না রেজা নীড়। ছবি: সংগৃহীত
বিমান টিকিটের অভাবে বিশ্ব জুনিয়র দাবায় খেলতে পারছেন না রেজা নীড়। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

আবাসন, খাওয়া দাওয়া ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধার ব্যবস্থা নিশ্চিত আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের। শুধু বিমান টিকেটের ব্যবস্থা করতে পারছেন না দেশের অন্যতম প্রতিভাবান দাবাড়ু। আগামী ২৪ ফেব্রুয়ারি মন্টেনেগ্রোতে শুরু হবে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ। জুনিয়র দাবাড়ুদের অন্যতম সেরা মঞ্চে এরই মধ্যে নাম নিবন্ধন করেছেন নীড়। কিন্তু শুধু বিমান টিকিট যোগাড় করতে পারছেন না বলে বিশ্ব জুনিয়র দাবায় অংশগ্রহন নিয়ে শঙ্কায় এই দাবাড়ু।

অথচ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে যদি চ্যাম্পিয়ন হতে পারেন নীড় তাহলে সরাসরি পেয়ে যাবেন গ্র্যান্ডমাস্টার নর্ম। আনন্দের কথা, নীড়ের সাম্প্রতিক সময়ের দাবার বোর্ডের পারফরম্যান্স বেশ আশা জাগানিয়া।

গত ডিসেম্বরে নীড় অংশ নেন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব র‌্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে। যেখানে তিনি হারিয়েছেন ৪ গ্র্যান্ডমাস্টারকে। একে একে হারিয়েছেন জার্মানির গ্র্যান্ডমাস্টার ওয়াগনার ডেনিসকে, অস্ট্রিয়ার গ্র্যান্ডমাস্টার হোরভাথ ডোমিনিককে, যুক্তরাষ্ট্রের দুই গ্র্যান্ডমাস্টার এরেনবার্গ সের্গেই ও গ্র্যান্ডমাস্টার কোরালেস জিমিনেজ ফিদেলকে।

যুক্তরাষ্ট্রে ৪ গ্র্যান্ড মাস্টারকে হারিয়ে দেন নীড়।

যুক্তরাষ্ট্রে ২৬০০ এর ওপরের রেটিংয়ে গ্র্যান্ডমাস্টারদের যেখানে নীড় সহজেই হারিয়েছেন, সেখানে মন্টেনেগ্রোতে বয়সভিত্তিক প্রতিযোগিতায় তার প্রতিপক্ষ থাকবেন সমবয়সী অনেক দাবাড়ু। এদের মধ্যে গ্র্যান্ডমাস্টার ও মহিলা গ্র্যান্ডমাস্টার মিলিয়ে আছেন ৬ জন। যাদের গড় রেটিং তুলনামূলকভাবে কম। এই প্রতিযোগিতায় নিজের স্বাভাবিক পারফর‌ম্যান্স দেখাতে পারলে, কে জানে বাংলাদেশ হয়তো পেয়ে যেতে পারে দেশের ষষ্ঠ গ্র্যান্ডমাস্টারকে।

নীড় যেহেতু যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন তাই মন্টেনেগ্রোতে যাওয়ার ভিসা জটিলতায় পড়তে হচ্ছে না। সে ক্ষেত্রে তার শুধু বিমান টিকিট প্রয়োজন নীড়ের। বিষয়টা নিয়ে হতাশ নীড়ের মা মৌমন রেজা বলেন, “নীড় অত্যন্ত মানসিক চাপে রয়েছে। এক সপ্তাহ পরেই খেলা। টিকিটের দাম বাড়ছে। আবার টিকেট দু’টির বেশি নেই। আমরা বুকিং দিয়ে রেখেছি। যা আগামীকাল পর্যন্ত থাকবে। এর মধ্যে টাকার সংস্থান হলে টিকেট কাটতে পারব। না হলে নীড়ের বিশ্ব জুনিয়র টুর্নামেন্ট খেলার সম্ভাবনা আর থাকবে না।”

নীড়ের মতো এমন প্রতিভাবান দাবাড়ুদের বিশ্বমানের টুর্নামেন্টে খেলতে না পারার জন্য ফেডারেশনের সদিচ্ছা ও উদ্যোগের অভাবকে দায়ী করলেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, “এই সমস্যার কথাগুলো গত ২০ বছর ধরে বলে আসছি। আমাদের যদি এখনও শিক্ষা না হয় তাহলে কি হবে? ভারতের জুনিয়র দাবাড়ু ডি গুকেশ কদিন আগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ও যখন জিএম নর্ম করে সে ১৮ মাসে ৩০টি টুর্নামেন্ট খেলেছিল। ভারতের এই নতুন প্রজন্ম যে বিশ্ব কাপাচ্ছে ওরা সারাক্ষণ দেশের বাইরে খেলছে। কিন্তু ওদের ফেডারেশনের টাকা নেই। ওরা যেটা করতো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্পনসর যোগাড় করতো। ওই সমর্থনের কারণে ওরা জিএম হয়েছে।”

নীড়ের স্পনসর পেতে ফেডারেশনের সদিচ্ছার অভাব দেখছেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। ছবি: সংগৃহীত

এরপর তিনি যোগ করেন, “আমরা তো ১৮ বছরে ৩০টা টুর্নামেন্টও খেলতে পারিনা। ওরা টার্গেট করেছে মননদের মতো বয়সীদের। প্রতিভার জায়গা থেকে আমাদের ছেলেমেয়েরা ওদের চেয়ে কোনও অংশে কম না। কিন্তু আমরা সুযোগ সুবিধা না পাওয়ার কারণে পিছিয়ে আছি। এখানে সদিচ্ছার অভাবটাই বড়। কারণ এই দেশে টাকার অভাব নেই। বড় বড় প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশ বিমান বা অন্য যে কোনও বিমান কোম্পানি একটা টিকেট দিতে পারে। স্পনসররা বসে আছে টাকা দেওয়ার জন্য। এক্ষেত্রে উদ্যোগ নিতে হবে ফেডারেশন থেকেই। সরকারের এনএসসি ও মন্ত্রণালয় তারা কোনওভাবে দাবাকে গুরুত্ব দেয় না। এতে যা হওয়ার তাই হয়েছে। ”  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত