রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা মতিঝিল, গুলিস্তান ও পল্টন। এরই মাঝখানে সমৃদ্ধ ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
৬৬ বছরের সমৃদ্ধ ইতিহাসে ক্রিকেট, ফুটবলের পাশাপাশি এশিয়া কাপ হকি, আর্চারি, অ্যাথলেটিকস আয়োজনের উদাহরণ আছে এই স্টেডিয়ামে।
লিওনেল মেসি, জিনেদিন জিদানের মতো তারকারা মাতিয়ে গেছেন এই বিশাল মাঠ। পাশাপাশি জাতীয় দিবস আর রাষ্ট্রীয় আয়োজনের গুরুত্বপূর্ণ মঞ্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।
এবার বদলে যাচ্ছে ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম। দেশের ইতিহাস, ঐতিহ্যের স্বাক্ষী এই স্থাপনাটির নাম বদল করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।
এরই মধ্যে এই সংক্রান্ত একটা প্রজ্ঞাপন শনিবার জারি করা হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম এখন থেকে জাতীয় স্টেডিয়াম ঢাকা।
১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়ামের নাম ছিল ‘ঢাকা স্টেডিয়াম’। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১৯৯৮ সালে স্টেডিয়ামের নাম পাল্টে রাখা হয় ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম’।