দুঃসময় পিছু ছাড়ছেই না সাকিব আল হাসানের। আইপিএল, পিএসএলে দল পাননি তিনি। ভারতে লিজেন্ড ৯০ লিগে খেলার কথা থাকলেও সেখানেও তাকে দেখা যায়নি। এবার সাকিবকে ছেড়ে দিল তার যুক্তরাষ্ট্রের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।
মেজর লিগ ক্রিকেটের দলগুলো আগামী মৌসুমের জন্য রিটেইন ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে শনিবার। গত বছর লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে খেলা সাকিবকে এবার দলে রাখেনি যুক্তরাষ্ট্রের দলটি। মাত্র ৩ জন বিদেশি সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেনসার জনসনকে ধরে রেখেছে শাহরুখ খানের মালিকানাধীন এই দল।
সাকিবের মত দল হারিয়েছেন জেসন রয়, ডেভিড মিলার, অ্যাডাম জাম্পারাও। এছাড়া সান ফ্রান্সেসকো ইউনিকর্নস ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে আর ট্রাভিস হেডকে দলে রাখেনি ওয়াশিংটন ফ্রিডম। এ বছরের এমএলসি প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। সেখানে সাকিব দল পান কিনা সেটাই দেখার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলে এই ফরম্যাট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। সেটা সম্ভব হয়নি রাজনৈতিক পট পরিবর্তনের কারণে। এই কিংবদন্তি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন চ্যাম্পিয়নস ট্রফি খেলে। তবে অবৈধ অ্যাকশনের জন্য বোলিং নিষিদ্ধ থাকায় জাতীয় দলে ঠাঁই হয়নি তার। একই কারণে হয়তো লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ছেড়ে দিল তাকে।