Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

আমলাতান্ত্রিক জটিলতাই বৈধ পথে সোনা আমদানির অন্তরায় : বাজুস

Gold_Bar
[publishpress_authors_box]

দেশে বৈধ পথে সোনা আমদানির প্রধান বাধা হিসেবে আমলাতান্ত্রিক জটিলতাকে দুষছেন বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) নেতারা।

রবিবার বাংলাদেশ রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে সোনা ব্যবসায়ীদের সংগঠনটির আলোচনায় এই অভিযোগ উঠে আসে।

বাজুসের সঙ্গে স্বর্ণ নীতিমালা ২০১৮ (সংশোধিত ২০২৩) এর আওতায় ‘বাণিজ্যিকভাবে স্বর্ণ আমদানি উৎসাহিতকরণ এবং নীতিমালার কার্যকর বাস্তবায়নের উদ্দেশ্যে কর্মপন্থা নির্ধারণ’ শীর্ষক সভার আয়োজন করা হয়েছিল এনবিআরের সম্মেলন কক্ষে। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়, সহ-সভাপতি রিপনুল হাসান এবং উপদেষ্টা রুহুল আমিন রাসেল।

রিপনুল হাসান বলেন, “বিশ্ববাজারে প্রতিদিন সোনার দাম পরিবর্তন হতে পারে। কিন্তু আমাদের এখানে সোনা আমদানির এলসি খোলাসহ প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে সোনা দেশে আনতে প্রায় একমাস সময় লেগে যায়। এই সময়ে ক্ষেপণের কারণে সোনার দাম পরিবর্তন হয়ে ব্যবসার উপযোগিতা হারায়। এই ঝুঁকির ভয়ে ব্যবসায়ীরা সোনা আমদানিতে উৎসাহী হন না।”

তিনি বলেন, “আজকে যদি আমি সোনা আমদানির জন্য এলসি খুলতে আবেদন করি সেই আবেদন অনুমোদন হতে ন্যূনতম ১০ থেকে ১৫ দিন লাগে। এরপর এলসি খুলতে ব্যাংকে গেলে ওই সময়ে বিশ্ববাজারে সোনার দাম এক রকম থাকে, এটা সাত দিন পর বাড়তে বা কমতেও পারে।

“সেই পণ্য এয়ারপোর্টে আসার পর পুলিশের অনুমতি ও বিএসটিআইয়ের অনুমোদনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনায় লাগে আরও কমপক্ষে ৭ থেকে ১০ দিন। এরপর কাস্টমস ক্লিয়ারিং, তারপর বিক্রি।”

এই আমদানি প্রক্রিয়ার মধ্যে প্রায় এক মাস সময় চলে যায় জানিয়ে তিনি বলেন, এই সময়ের মধ্যে বিশ্ববাজারে সোনার দাম কয়েকবার ওঠানামা করে। বিশ্ববাজারে সোনার দাম পড়ে যাওয়ার পর ক্রেতা কী আর বেশি দামে সোনা কিনবেন, প্রশ্ন রাখেন তিনি।

সোনার আমাদনি প্রক্রিয়ায় এই আমলাতান্ত্রিক জটিলতার কারণেই দেশের ব্যবসায়ীরা নিরুৎসাহিত হচ্ছেন, মত বাজুসের এই সহ-সভাপতির।

অনুষ্ঠানে বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল বলেন, “আমলাতান্ত্রিক জটিলতার কারণে ব্যবসায়ীরা বরং লাগেজের মাধ্যমে বেশি কর দিয়ে বৈধভাবে সোনা আনেন। যদিও এই সোনার মূল্য পরিশোধ করা হয় হুন্ডির মাধ্যমে।”

তাই আমদানি প্রক্রিয়া সহজ ও স্বল্প সময়ের মধ্যে করার পাশাপাশি ভ্যাট ৫ শতাংশ থেকে ৩ শতাংশে নামিয়ে আনার দাবি জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত