চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের আশা দেখছেন না রিকি পন্টিং, এবি ডি ভিলিয়ার্সরা। সবশেষ আসরে সেমিফাইনাল খেললেও এবার সেই সম্ভাবনাও দেখছেন না তারা। কেন, এর কারণ হতে পারে আজকের (সোমবার) প্রস্তুতি ম্যাচ।
পাকিস্তান ‘এ’ বা শাহিনসের সঙ্গে দুবাইয়ের প্রস্তুতি ম্যাচে ২০২ রানে অলআউট নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ খেলতে পারেনি পুরো ৫০ ওভারও। গুটিয়ে গেছে ৩৮.২ ওভারে। অর্থাৎ বল খেলেছে ২৩০টি। এর মধ্যে ১৩৩টি বলই ছিল ডট! টি-টোয়েন্টির এই ব্যাটিং ঝড়ের যুগে এরকম ব্যাটিং একেবারে বেমানান।
৫৩ বলে ৩ বাউন্ডারিতে সর্বোচ্চ ৪৪ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। সবচেয়ে বেশি ২৪টি ডট বলও খেলেছেন তিনি। ৩৫ রান এসেছে সৌম্য সরকারের ব্যাট থেকে। সৌম্য ডট খেলেছেন ২৩টি।
এছাড়া তানজিম সাকিব ২৭ বলে ৩০ আর তাওহিদ হৃদয় করেছেন ৩৩ বলে ২০ রান। উসামা মির নিয়েছেন ৪ উইকেট।