Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

পাকিস্তান শাহিনসের কাছে হেরে চ্যাম্পিয়নস ট্রফিতে নামছে বাংলাদেশ

bd-pak-79
[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস ট্রফি ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট। অথচ এই টুর্নামেন্টের আগে ৫০ ওভারের কোনও ম্যাচই খেলেনি বাংলাদেশ! অন্য দলগুলো যখন ওয়ানডে খেলেছে, বাংলাদেশের খেলোয়াড়রা তখন বিপিএলে খেলেছে টি-টোয়েন্টি। চ্যাম্পিয়নস ট্রফিতে নামার আগে ‘প্রস্তুতি’র একমাত্র সম্বল ছিল পাকিস্তান শাহিনসের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচ। সেখানেও ভর করল হতাশা।

ওয়ানডে বিশ্বকাপের পর এই ফরম্যাটের সবচেয়ে বড় আসরে নামার আগে হেরে গেছে বাংলাদেশ। পাকিস্তান শাহিনসের বিপক্ষে হার ৭ উইকেটে। ব্যাটিং ব্যর্থতায় ৩৮.২ ওভারে ২০২ রানে অলআউট হয় নাজমুল হোসেন শান্তরা। এই রান তাড়া করতে নেমে ৪১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান শাহিনস।

ব্যাটারদের ব্যর্থতার পর বল হাতেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। মাত্র ৩ উইকেট নিতে পেরেছে প্রতিপক্ষের। একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। পাকিস্তান শাহিনদের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করে রিটায়ার্ট হার্ট হয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ হারিস। ৬৩ রান করে অপরাজিত ছিলেন মুবাশির খান।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের আশা দেখছেন না রিকি পন্টিং-এবি ডি ভিলিয়ার্সরা। সবশেষ আসরে সেমিফাইনাল খেললেও এবার সেই সম্ভাবনাও দেখছেন না তারা। কেন, এর কারণ হতে পারে সোমবারের (১৭ ফেব্রুয়ারি) ওয়ার্ম-আপ ম্যাচ।

পাকিস্তান ‘এ’ বা শাহিনসের বিপক্ষে দুবাইয়ের প্রস্তুতি ম্যাচে ২০২ রানে অলআউট নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ খেলতে পারেনি পুরো ৫০ ওভারও। গুটিয়ে গেছে ৩৮.২ ওভারে। অর্থাৎ বল খেলেছে ২৩০টি। এর মধ্যে ১৩৩টি বলই ছিল ডট! টি-টোয়েন্টির এই ব্যাটিং ঝড়ের যুগে এরকম ব্যাটিং একেবারে বেমানান।

৫৩ বলে ৩ বাউন্ডারিতে সর্বোচ্চ ৪৪ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। সবচেয়ে বেশি ২৪ ডট বলও খেলেছেন তিনি। ৩৫ রান এসেছে সৌম্য সরকারের ব্যাট থেকে। সৌম্য ডট খেলেছেন ২৩টি।

এছাড়া তানজিম সাকিব ২৭ বলে ৩০ ও তাওহিদ হৃদয় করেছেন ৩৩ বলে ২০ রান। উসামা মীর নিয়েছেন ৪ উইকেট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত