Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

রিশাদকে নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ

44444444444
[publishpress_authors_box]

ক্রিকেট দলীয় খেলাই। তবে কোন একজনের একার পারফরম্যান্স গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। বাংলাদেশের সেই ‘গেম চেঞ্জার’ কে? আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাচের গতিপথ বদলে দিতে পারার সামর্থ্য থাকা রিশাদ হোসেনকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশের তিন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব।

রিশাদকে সৌম্য বলেছেন গেম চেঞ্জার, ‘‘রিস্ট স্পিনার সবসময়ই গেম চেঞ্জার। তাই আমরা রিশাদের দিকে তাকিয়ে আছি।’’

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছিলেন রিশাদ।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নিয়েছিলেন রিশাদ। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও তার কাছ থেকে তেমন প্রত্যাশা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ২০১৫ সালের পর পাকিস্তানে ওয়ানডেতে এখানে রান উঠেছে ওভারপ্রতি ৫.৮৯ করে, যা এ সময়ে সব কটি দেশের মধ্যে সর্বোচ্চ। 

তবে রিশাদের ওপর আস্থা আছে শান্তর, ‘‘রিশাদ ভালো বোলিং করলে আমরা ভালো অবস্থানে থাকব। কারণ, আমরা জানি পাকিস্তানের উইকেট কতটা ভালো। এই টুর্নামেন্টে রিস্ট স্পিনাররা বেশি গুরুত্বপূর্ণ। রিশাদ এই টুর্নামেন্টে কেমন বোলিং করে তা দেখতে উন্মুখ হয়ে আছি।’’

রিশাদ ব্যাট হাতেও ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। তানজিম সাকিবের চাওয়াও সেটা, ‘‘রিশাদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বল হাতে ও সব সময় ব্রেকথ্রু এনে দেয়। আবার ব্যাটিংয়ে যখন প্রয়োজন তখন রান করে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত