Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
একান্ত সাক্ষাৎকারে ইমরুল হাসান

হামজা সম্ভাবনার নাম তবে ঝুঁকিও আছে

hamza-065
[publishpress_authors_box]

হামজা চৌধুরীর কারণে বাংলাদেশ ফুটবল এখন বেশ আলোচিত। এই ইংলিশ ফুটবলারের সুবাদে লাল-সবুজের দারুণ সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়েও এই দল নিয়ে বেশ আশাবাদী জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান। সকাল সন্ধ্যার ক্রীড়া সম্পাদক সনৎ বাবলাকে দেওয়া সাক্ষাৎকারে বাফুফের এই সিনিয়র সহ সভাপতি জাতীয় দলে হামজার অন্তর্ভূক্তি ও সম্ভাব্য ইতিবাচক পরিবর্তনের কথা বলেছেন।   

প্রশ্ন: আপনি জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান হয়েছেন। একটা সভাও করেছেন ইতিমধ্যে। কোচ প্রাথমিকভাবে যে দল ডেকেছেন, তার সামর্থ্য কেমন দেখেন?

ইমরুল হাসান: আমি যদি সবচেয়ে কাছের ম্যাচটি (২৫ মার্চ, ভারতের বিপক্ষে) বিবেচনায় আনি, আমাদের জেতার সম্ভাবনা আছে। সত্যি, আমি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচে বাংলাদেশের ভালো সুযোগ দেখি। ২০২৩ সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যেভাবে স্পিরিটেড ও টেকটিক্যালি ম্যাচগুলো খেলেছে ভারতের বিপক্ষে সেরকম খেলতে পারলে ইতিবাচক ফল আসবে বলে বিশ্বাস করি।

প্রশ্ন: ভারতের ম্যাচ নিয়ে আপনি খুব আশাবাদী। কিন্তু তারা তো ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেকখানি এগিয়ে…

ইমরুল হাসান: এই ম্যাচটাকে র‌্যাঙ্কিংয়ের পার্থক্য দিয়ে বিশ্লেষণ করলে হবে না। ঐতিহাসিকভাবে বাংলাদেশ-ভারত ম্যাচে খুব লড়াই হয়। কিন্তু সুনীল ছেত্রী ব্যক্তিগত দক্ষতায় ম্যাচে বের করে নেয়। বাংলাদেশের সঙ্গে ৬-৭টা ম্যাচে সুনীল একাই ফল বদলে দিয়েছিল। বাংলাদেশ ভালো খেলছিল, হঠাৎ করে সে একক কারিশমায় গোল করে এগিয়ে নেয় ভারতকে। এবার সুনীল নেই, তাই বাংলাদেশ একটা সুযোগ নিতে পারে।

বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান।

প্রশ্ন: কিন্তু বাংলাদেশ দল কি এজন্য তৈরি?

ইমরুল হাসান: এবার চলমান লিগের কারণে খেলোয়াড়দের ফিটনেসের ঘাটতি নেই। কোচকে আলাদাভাবে কাজ করতে হচ্ছে না। সেদিক থেকে ভালো। সঙ্গে দুই প্রবাসী বাংলাদেশি যোগ হবে দলে। একজন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী ও অন্যজন ইতালিয়ান লিগের ফাহমিদুল ইসলাম। এই দুজন আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে পারলে অবশ্যই বড় একটা ফ্যাক্টর হবে। হামজার খেলার মান নিয়ে কোনও প্রশ্ন নেই, তবে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটাই হবে চ্যালেঞ্জিং।

প্রশ্ন: এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে ভারতের সঙ্গে বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখছেন। তাহলে এই গ্রুপ থেকে সামনের দিকে এগুনোরও সুযোগ আছে। আপনি কি এই সুযোগ দেখেন?

ইমরুল হাসান: অবশ্যই। আমি খুব আশাবাদী। ভারত ছাড়া হংকং ও সিঙ্গাপুর আমাদের প্রতিপক্ষ। আমাদের দল ও খেলার দিকে তাকালেও অবশ্যই আমি এবার ভাল সুযোগ দেখছি।

প্রশ্ন: বাংলাদেশে প্রধান কোচ হাভিয়ের কাবরেরার তিন বছরের পারফরম্যান্সটাকে কেমন দেখেন?

ইমরুল হাসান: হাভিয়ের কাবরেরার সময়ে বাংলাদেশের খেলায় কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে। এই দলটি এখন আক্রমণাত্মক ফুটবল খেলতে জানে। আগের কোচ জেমি ডে’র অধীনে তারা খেলতো রক্ষণাত্মক ফুটবল। কাবরেরা সেটা বদলেছেন। আমাদের দলে তো সীমাবদ্ধতা আছে, দীর্ঘদিন ধরে দলে কোনও নির্দিষ্ট ‘নাম্বার নাইন’ নেই। এবার আল আমিন লিগে ভালো খেলছে, গোল করছে। তার এই পারফরম্যান্সের ধারা জাতীয় দলে ধরে রাখতে পারলে কাবরেরার জন্য কাজটা একটু সহজ হবে।

প্রশ্ন: দলে আক্রমণাত্মক মানসিকতা তৈরির কাজটা করেছেন এই স্প্যানিশ কোচ…

ইমরুল হাসান: এই কাজটা তিনি ভালভাবে করেছেন। দেখেন, অস্ট্রেলিয়ার সঙ্গে সর্বশেষ ম্যাচে (গত জুনে, বিশ্বকাপ বাছাই) বাংলাদেশ হারলেও কয়েকটা সুযোগ তৈরি করেছিল। আগে এটা অকল্পনীয় ব্যাপার ছিল, বল ক্লিয়ার করাই থাকতো আমাদের মূল কাজ।  

এখন সেই জায়গায় নেই বাংলাদেশ। বলতে হবে, আক্রমণাত্মক মানসিকতার সঙ্গে আত্মবিশ্বাসও পেয়েছে দলের খেলোয়াড়রা। এবার হামজা খেললে নিশ্চয়ই আরও শক্তিশালী হবে কাবরেরার দল। দলে কিছু ইনজুরি থাকলেও সেগুলো তেমন বেশি প্রভাব ফেলবে না।

বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায় হামজা চৌধুরী। ছবি: ফেইসবুক

প্রশ্ন: হামজার মতো ফুটবলার পাওয়াটা বাংলাদেশের জন্য সৌভাগ্যের। এই মানের ফুটবলারকে সামলানো কি বাংলাদেশের কোচের জন্য চ্যালেঞ্জিং হবে?

ইমরুল হাসান: না। আমার তা মনে হয় না। কারণ মেসি-রোনালদোদের কথা যদি বলি, ওরা বিশ্বের সেরা লিগ খেলার পর এখন সৌদি লিগ ও আমেরিকায় খেলছেন। বিশ্ব ফুটবলের দুই মহাতারকা অবস্থানগত পরিবর্নটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। লা লিগায় সেরা কোচদের সঙ্গে ক্যারিয়ারের সেরা সময়টা পার করার পর এখন ওরকম নামডাকহীন কোচের অধীনে খেলছেন। এ নিয়ে তাদের কোনও অভিযোগ নেই, ভালভাবেই খেলছেন। তাই কাবরেরার অধীনে খেলতে হামজারও সমস্যা হওয়ার কথা নয়। পেশাদার ফুটবলাররা এমনই হয়। 

প্রশ্ন: ওই মানের পেশাদার ফুটবলারের জন্য বাফুফেকেও তো সর্বোচ্চ পেশাদারি মনোভাব দেখাতে হবে। আপনি কী মনে করেন?

ইমরুল হাসান: অবশ্যই। এজন্য বাফুফের কিছু করণীয় তো আছেই। কারণ সুযোগ-সুবিধা, পরিবেশ ও আমাদের আচরণ হামজার উপযোগী হতে হবে। হামজা বাফুফের জন্য বড় পরীক্ষা। সে ভাল বোধ করলে আরও ভালো খেলোয়াড় আসার পথটা সুগম হবে, অন্যথায় নেতিবাচক প্রভাব ফেলেবে। তাই হামজা ইস্যুটা ঝুঁকিপূর্ণও, যা বাফুফেকে খুব ভালভাবে সামলাতে হবে। কারণ হামজার মুখ থেকে নেতিবাচক বক্তব্য বের হলে অন্য প্রবাসী বাংলাদেশিরা আর এই মুখো হবে না।

হামজার পারফরম্যান্স কেমন হবে, সেটা অন্য জিনিস। ভাল না করলেও তাকে খুব ভালভাবে দেখভাল করতে হবে। নীতিগতভাবে বললে একই দলে ফুটবলারদের দুইরকম ভাবে দেখা যায় না, তবুও বাস্তবতার বিচারে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রমী আয়োজন থাকতে হবে। দেশিদের সঙ্গে ইপিএলে খেলা ফুটবলারকে একই কাতারে ফেলা যাবে না। একইভাবে রাখাও যাবে না। দেশিদের অবশ্যই ছোট করে নয়, হামজার মার্যাদা তাকে দিতেই হবে।

হামজা চৌধুরীকে দেখা যাবে ভারতের বিপক্ষে ম্যাচে।

প্রশ্ন: হামজা চৌধুরীকে কেন্দ্র করে বাফুফে তো দেশের ফুটবল নিয়ে নতুন করে ব্র্যান্ডিং করতে পারে। এই চিন্তা কি বাফুফের আছে?

ইমরুল হাসান: সেটা তো হবেই। তাকে সামনে রেখে আমাদের অনেক কাজ করতে হবে। এখনও অনেকেই আছে যারা ফুটবল শুনলে নাক শিঁটকায়। ওই জায়গা থেকে ফুটবলকে বের করে আনার জন্য আমরা খুব ভালভাবে হামজাকে ব্যবহার করতে পারি।

আমাদের দক্ষিণ এশিয়া অঞ্চল বা এশিয়া থেকে কয়টা খেলোয়াড়ই বা এত বড় পর্যায়ে (ইপিএলে) খেলে! কোরিয়া ও জাপান এছাড়া তো আর নেই। সে তুলনায় হামজা অনেক বড় ফুটবলার যিনি বাংলাদেশের জার্সিতে খেলবেন। যদিও তিনি এখন তার সেরা ফর্মে নেই। সেরা ফর্মে থাকলে তো আসতোই না।

প্রশ্ন: বসুন্ধরা কিংস যেমন কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা কলিনদ্রেসকে এনে শুরুতেই একটা সাড়া ফেলেছিল, বাংলাদেশের ক্ষেত্রে হামজা কি সেরকম অন্তর্ভূক্তি?

ইমরুল হাসান: দানিয়েল কলিনদ্রেস বিশালভাবে এগিয়ে দিয়েছিল বসুন্ধরা কিংসকে। দেশব্যাপী পরিচিতি পেতে যেটা আমাদের ৫ বছর লাগতো কলিনদ্রেসের সুবাদে সেটা আমরা প্রথম বছরেই পেয়ে গিয়েছিলাম। সমর্থকদের কাছে পৌঁছানো, ক্লাব সম্পর্কে লোকজনদের জানা, আলোচনা- সেটা শুধুমাত্র কলিনদ্রেসের কারণে আমরা প্রথম বছরেই পেয়েছি। এটাই আমি বলছি, হামজা দেশের ফুটবলে একটা ইতিবাচক দিক করবে। সরকারি মহলে এখন কথা হলে ক্রিকেট নিয়ে হয়, হামজা-ম্যাজিক হয়তো ফুটবলকেও সেই আলোচনায় নিয়ে যেতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত