Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

রেকর্ডময় দিনে জহিরের দশে দশ

WhatsApp Image 2025-02-18 at 7.18.27 PM (1)
[publishpress_authors_box]

জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিনে ৩টি নতুন জাতীয় রেকর্ড সহ দুই তিনে সব মিলিয়ে ৪টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। দুই দিনে ২৮টি ইভেন্ট হয়েছে।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিনে হয়েছে ৩টি নতুন জাতীয় রেকর্ড । ৪০০ মিটার হার্ডলসে ছেলেদের ইভেন্টে ৩২ বছরের পুরনো রেকর্ড গড়েন বাংলাদেশ সেনাবাহিনীর নাজমুল হোসেন রনি।

এই ইভেন্টে মেয়েদের বিভাগে নতুন জাতীয় রেকর্ড গড়েন বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষা খাতুন। সময় নিয়েছেন ১:০৪.৬১ সেকেন্ড। এই ইভেন্টে ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর লিবিয়া খাতুন আগে রেকর্ড গড়েন।

মঙ্গলবার সকালে ৪০০ মিটার স্প্রিন্টে  ৪৭ দশমিক ৫৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন জহির রায়হান। যদিও এটা তার সেরা টাইমিং হয়নি। ২০১৯ সালে জাতীয় অ্যাথলেটিকসে রেকর্ড ৪৬ দশমিক ৮৭ সেকেন্ডে গড়া সোনা ছিল ক্যারিয়ার সেরা টাইমিং। এই দিয়ে সব মিলিয়ে ক্যারিয়ারে সাত বছরে দশবার জাতীয় অ্যাথলেটিকসে সোনা জেতেন তিনি।

দশমবার সোনা জয়ের পথে স্প্রিন্টার জহির রায়হান। ছবি: সংগৃহীত

সোনা জয়ের পর তিনি বলেন , “আগের দিন দু’বার দৌড়েছি। হিট ও পরেরবার সেমিফাইনালে। আজ ফাইনাল হয়েছে। কিছুটা ধকল ছিল। এছাড়া সকালে আবহাওয়া অনুকূলে ছিল না।  সবমিলিয়ে ক্যারিয়ার সেরা টাইমিং হয়নি।  তবে টানা ১০ম বার সেরা হতে পেরে আমি খুশি।”

৪ গুণিতক ১০০মিটার মেয়েদের রিলে ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড করেছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার, সনিয়া আক্তার, সুমাইয়া দেওয়ান, কবিতা রায়।

২ দিনে এখন পর্যন্ত মোট ২৮টি ইভেন্ট শেষ হয়েছে। ১৫টি সোনা, ১৪টি রুপা ও ১৪ টি ব্রোঞ্জসহ ৪৩টি পদক পেয়ে শীর্ষে বাংলাদেশ সেনাবাহিনী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত