পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আজ (বুধবার) পর্দা উঠছে চ্যাম্পিয়নস ট্রফির। টুর্নামেন্টে ৮ দলের ৮ অধিনায়কের চাওয়া কি? নিশ্চিতভাবে শিরোপায় চোখ সবার। তবে টুর্নামেন্ট শুরুর আগে দলের চাওয়া নিজেদের মতো করেই জানিয়েছেন তারা।
নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশ
আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নস ট্রফি। সবাই এবার শিরোপা জিততে চাই, কারণ শেষ কয়েকটি টুর্নামেন্টে আমরা ভালো করতে পারিনি। এবার শিরোপা জেতার কথা ভাবতে পারি, খুবই ভালো দল রয়েছে আমাদের।
রোহিত শর্মা, ভারত
দলের ভেতর নিজের মতো করে খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে। বিশ্বকাপই এর সেরা উদাহরণ ছিল, সেই পরিকল্পনায় আস্থা রাখছি। সবকিছু পরিকল্পনামতো হয়তো হবে না একটা সময় আর সেটা স্বাভাবিক।
মোহাম্মদ রিজওয়ান, পাকিস্তান
আমরা সবাই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ব্যাপারে রোমাঞ্চিত। ওয়ানডেতে ভালো করায় এই টুর্নামেন্টকে ঘিরে সবার আগ্রহ বেড়েছে। ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে খেলতে মুখিয়ে আছি।
মিচেল স্যান্টনার, নিউজিল্যান্ড
দারুণ ছিল ত্রিদেশীয় সিরিজ জেতাটা । একেক সময়ে একেক জন পারফর্ম করেছে—যা আমাদের জন্য ভালো দিক। যদিও চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচ খেলার আগপর্যন্ত এর মূল্য নেই কোনো।
হাশমতউল্লাহ শহীদি, আফগানিস্তান
প্রতিটি দলকে প্রতিটি সংস্করণে হারানোর মতো প্রতিভা আমাদের আছে। আমাদের আসন্ন বড় চ্যালেঞ্জ হলো চ্যাম্পিয়নস ট্রফি। এটি আমাদের জন্য বড় টুর্নামেন্ট।
টেম্বা বাভুমা, দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপে চিন্তা ভাবনা করে এগোনোর সময় থাকে। চ্যাম্পিয়নস ট্রফিতে এর সুযোগ নেই। টুর্নামেন্টে আরও একধাপ এগিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী আমরা।
স্টিভেন স্মিথ, অস্ট্রেলিয়া
আমার দলের সবারই অনন্য দক্ষতা রয়েছে। আমাকে নেতৃত্ব দেওয়ার মানে হলো, তাদের সবার সঙ্গে যোগাযোগ রাখা আর সঠিক সময়ে সেরাটা বের করে আনার চেষ্টা করা।
জস বাটলার, ইংল্যান্ড
ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে—আমরা এখনো নিজেদের সামর্থ্যের ধারেকাছেও পৌঁছাতে পারিনি। তবে বিশ্বাস করি আমরা ভালো করতে পারব আর চ্যাম্পিয়নস ট্রফির বিপজ্জনক দল হয়ে উঠব।