Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

শহীদ মিনারে প্রবেশ ও বের হওয়ার পথ জানাল ডিএমপি

শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি : সকাল সন্ধ্যা
শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট পথ অনুসরণ করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়েছে, পলাশী ক্রসিং-ভাস্কর্য ক্রসিং-জগন্নাথ হল ক্রসিং হয়ে হেঁটে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রবেশ করতে হবে। এরপর শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং-দোয়েল চত্বর হয়ে বের হতে হবে।

এছাড়া শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বকশীবাজার ক্রসিংয়ে ডাইভারশন থাকবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত বলেও জানিয়েছে ডিএমপি।

এছাড়াও বকশি বাজার থেকে জগন্নাথ হল ক্রসিং সড়ক, চাঁনখারপুল থেকে রোমানা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি থেকে শিববাড়ি ক্রসিং সড়ক এবং উপাচার্য ভবন থেকে ভাস্কর্য ক্রসিং সড়কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

গাড়ি চলাচলের দিকনির্দেশনা

কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় ডাইভারশন পয়েন্টগুলো বাদ দিয়ে নিচের সড়কগুলো দিয়ে যানবাহন চলাচল করতে পারবে। সড়কগুলো হলো,

কাটাবন ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, বকশীবাজার ক্রসিং হয়ে চাঁনখারপুল ক্রসিং।
শাহবাগ ক্রসিং, কাঁটাবন ক্রসিং, বাটা সিগনাল ক্রসিং, সায়েন্সল্যাব ক্রসিং হয়ে মিরপুর রোড।
শাহবাগ ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, আব্দুল গণি রোড হয়ে জিরো পয়েন্ট ক্রসিং।
হাইকোর্ট ক্রসিং, বঙ্গবাজার ক্রসিং, পুলিশ হেডকোয়ার্টার্স, গোলাপশাহ মাজার ক্রসিং হয়ে ফুলবাড়ীয়া ক্রসিং।
শাহাবাগ ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, বাংলামোটর ক্রসিং, সোনারগাঁও ক্রসিং হয়ে ফার্মগেট ক্রসিং।
বকশীবাজার ক্রসিং, চাঁনখারপুল ক্রসিং, নিমতলী ক্রসিং হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার।

গাড়ি পার্কিংয়ের স্থান

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) গাড়ি পার্কিংয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ নির্ধারিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন মাঠ এবং নীলক্ষেত ক্রসিং থেকে পলাশী ক্রসিং সর্বসাধারণের গাড়ি পার্কিং করার জন্য নির্ধারিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২১ ফেব্রুয়ারি রাত পৌনে ১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষরা কোনও ধরনের ব্যাগ, কার্টুন বা দাহ্য পদার্থ বহন করতে পারবেন না।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত