Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

বার্নাব্যুতে মদরিচ জাদু, সিটিকে হারাল লিভারপুল

m1
[publishpress_authors_box]

সেপ্টেম্বরে ৪০ বছরে পা রাখবেন লুকা মদরিচ। অথচ বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়ে চলেছেন এখনও। সান্তিয়াগো বার্নাব্যুতে জাদুকরী এক গোলে ভক্তদের হৃদয় কেড়েছেন তিনি। লা লিগায় রিয়াল মাদ্রিদও ২-০ গোলে হারিয়েছে জিরোনাকে। অপর গোলটি ভিনিসিয়ুস জুনিয়রের।

মদরিচ গোলটি করেন ৪১তম মিনিটে। কর্নার থেকে বল পেয়েছিলেন মদরিচ। ডি-বক্সের অনেক বাইরে পাওয়া বল বুক দিয়ে নামিয়ে হাওয়ায় ভাসিয়ে নেওয়া তার শট ঝাঁপিয়েও নাগাল পাননি জিরোনা গোলরক্ষক। ম্যাচ শেষে মদরিচকে প্রশংসায় ভাসিয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বললেন, ‘‘ওর সঙ্গে এসি মিলানের মালদিনির তুলনা করা যায় অনায়াসে। দুজনই অসাধারণ রোল মডেল।’’

ভিনিসিয়ুস জুনিয়র অপর গোলটি করেন ৮৩তম মিনিটে। তাতে ২-০ গোলের জয়ে মাঠ ছাড়ে রিয়াল, এটা লা লিগায় তিন ম্যাচ পর প্রথম জয় তাদের। এস্পানিওলের মাঠে ১-০ গোলে হারের পর আতলেতিকো মাদ্রিদ ও ওসাসুনার সঙ্গে ড্র করেছিল তারা। 

এই জয়ে ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিরল রিয়াল। সমান পয়েন্ট থাকলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে বার্সেলোনা। লা লিগার অপর ম্যাচে অ্যাথলেতিক ক্লাব ৭-১ গোলে বিধ্বস্ত করেছে ভায়াদোলিদকে।

এদিকে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। ১৪তম মিনিটে মোহাম্মদ সালাহ দলকে এগিয়ে নেওয়ার পর ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দোমেনিক সোবোসলাই। ৬৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৬ শট নিয়েও জালের দেখা পায়নি সিটি।

২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা আর্সেনালের চেয়ে তারা এগিয়ে ১১ পয়েন্টে। ২৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে ম্যানসিটি। প্রিমিয়ার লিগের অপর ম্যাচে নিউক্যাসল ৪-৩ গোলে হারিয়েছে নটিংহামকে।

সিরি ‘এ’তে কোমো ২-১ গোলে হারিয়েছে নাপোলিকে। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে নাপোলি রয়েছে দুইয়ে। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত